চাকরি ইস্তফা দিতে চাইছেন। নতুন চাকরি পেয়েছেন। আপনার নতুন চাকরিতে বেশি বেতন, জীবনের নতুন অধ্যায় শুরু। জীবনের এই সময়টায় সকলেই বেশ খুশি খুশি থাকেন। আর তাতেই করে ফেলেন কিছু ভুল। নতুন চাকরি পেয়ে কখনও পুরনো চাকরি ছাড়ার নিয়ম ঠিক মতো পালন করেন না, কখনও বা অতিরিক্ত উৎসাহে এমন কিছু করে ফেলেন যা আপনার ক্ষতি করতে পারে। জেনে নিন কোন ৮ আচরণ এড়িয়ে চলবেন।
১.অফিসে উপস্থিত, কিন্তু কাজে মন নেই: পদত্যাগ পত্র জমা দেওয়ার পর নোটিশ পিরিয়ডে থাকতে হয়। সেই সময় আমরা অনেকেই কিছু কাজ না করে হেলাফেলা করে সময় কাটিয়ে দিই। ভাবেন ওই কাজের প্রতি আপনার দায়বদ্ধতা শেষ। ভুলে যাবেন না এই চাকরিই এত দিন আপনার সঙ্গী ছিল। তাই শেষবেলায় আপনার আচরণে ইম্প্রেশন খারাপ হতে পারে।
২.পালাবেন না: চাকরি ছেড়ে দেওয়া ভাল, কিন্তু নিজের জিনিস-পত্র নিয়ে পালিয়ে যাওয়া উচিত নয়। তাই চাকরি ছাড়ার নিয়ম মেনে চলুন। পদত্যাগ পত্র দেওয়ার পর নোটিশ দিন। অফিসকেও আপনার শূন্যস্থান ভরার সময় দিন। দুম করে চাকরি ছেড়ে দেওয়া অকৃতজ্ঞতা।
৩.কথা বলুন: অনেকেই শুধু বসকে একটা মেল পাঠিয়েই কাজ সেরে ফেলতে চান। খোলাখুলি বিষয়টা নিয়ে কথা বলেন না, বা সরাসরি জানান না। এতে কিন্তু কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। যা পেশাদার সম্পর্ককে খারাপ করতে পারে। তাই বসের সঙ্গে আপনার সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, মেল করার আগে কথা বলুন সরাসরি।
৪.এইচ আর ইস্যু: এইচ আর অফিশিয়াল কিন্তু যন্ত্র নন। আপনার সব ফর্মালিটি এক দিনে মিটিয়ে দেওয়া সম্বব নয়। ফোনের বিল, রিইমবার্সমেন্ট, মেডিক্যাল বিল বা পিএফ-এর টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে। এইচ আর-এর সঙ্গে সহযোগিতা করুন।
৫.সহকর্মীদের সঙ্গে আলোচনা: সহকর্মীরা যতই বন্ধু হন বা যতই ভাল সম্পর্ক হোক না কেন নিজের সব পরিকল্পনা, নতুন চাকরি, কত বেতন পেতে চলেছেন তা কখনই আলোচনা করবেন না। এতে নেগেটিভিটি তৈরি হতে পারে সহকর্মীদের মধ্যে। আপনাকে হিংসেও করতে পারেন তারা।
৬.কিছু লুকোবেন না: অনেক সময়ই আমরা নতুন কোনও অফিসে চাকরি পেলে বর্তমান অফিসে জানাতে চান না। আসল কারণ না জানিয়ে হাবিজাবি কারণ দেখার চাকরি ছাড়ার। নতুন অফিস কিন্তু আপনার সিভি দেখতে চাইবে। ভেরিফাই করার জন্য পুরনো অফিসের রেফারেন্স চাইবে। তাই সাবধান থাকুন।
৭.ধন্যবাদ: অফিসে হয়তো বসের সঙ্গে অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে, অনেকের সঙ্গে বচসায় জড়িয়েছেন। কিন্তু তা বলে ধন্যবাদ জানাতে, কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। শেষ দিনে আপনার আচরণ আপনার সম্পর্কে অনেক খারাপ ধারণা বদলে দিতে পারে।
৮.অ্যাটিটিউড: নতুন চাকরি পাওয়ার পর অনেকেই হাওয়ায় উড়তে থাকেন। বর্তমান অফিসে নিয়ে ক্ষোভ উগরে দেন সহকর্মীদের কাছে যা এত দিন চেপে রেখেছিলেন। এগুলো এড়িয়ে চলুন। জীবনের নতুন অধ্যায় নিয়ে খুশি থাকুন। কিন্তু এমন আচরণ করবেন না যাতে সহকর্মীরা মনক্ষুণ্ম হন। আপনি ছেড়ে দিলও তারা কিন্তু ওই অফিসেই থাকছেন।
Collected from protidinersangbad