Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

সিআইডি (CID) কিভাবে হওয়া যায়?

image

সিআইডি (CID) এর নাম শোনেনি এমন লোকের সংখ্যা খুবই কম। সিআইডি কিভাবে হওয়া যাবে, সিআইডির কাজ কি, সিআইডির মাসিক বেতন কত, সিআইডি হওয়ার জন্য যোগ্যতা কি লাগে ইত্যাদি বিষয় সম্পর্কে অনেকেরই প্রশ্ন থাকে। আজকের এই CID Job Details in Bengali আর্টিকেলে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। 

বিশেষ করে যে সমস্ত যুবকেরা সিআইডি হতে চাই তাদের জন্য এই সমস্ত বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। তাই আজকের এই প্রতিবেদনে সিআইডি সম্পর্কিত বিস্তারিত বিষয় গুলি আমরা জানাতে চলেছি। 

সিআইডি সম্পর্কিত কোন কিছু প্রশ্ন আপনার মনে জাগ্রত হয়ে থাকলে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করছি আপনার সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। 
সিআইডি (CID) এর সম্পূর্ণ নাম (CID Full Form in Bengali)
CID এর সম্পূর্ণ নাম হচ্ছে Crime Investigation Department.

সিআইডি হওয়ার জন্য যোগ্যতা (CID Eligibility Criteria)
সিআইডি অফিসার হওয়ার জন্য কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হয়।
যদি কেউ CID এর ভালো কোন পোস্টে চাকরি করতে চায় তাহলে তাকে গ্র্যাজুয়েশন পাশ হওয়া জরুরি। 
সিআইডি এর বিভিন্ন পোষ্টের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা সকলেই আবেদন করতে পারে।
আবেদনকারী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 
সিআইডি অফিসার হওয়ার জন্য বয়সসীমা (CID Officer Age Limit)
সিআইডি অফিসার (CID Officer) হওয়ার জন্য জেনারেল (Gen.) ক্যাটিগরির চাকরিপ্রার্থীদের বয়স 20 থেকে 27 বছরের মধ্যে হতে হয়।
SC এবং ST শ্রেণীর প্রার্থীদের বয়স থাকতে হয় 20 থেকে 32 বছর। অর্থাৎ এক্ষেত্রে তারা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে থাকে। 
OBC শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়স থাকতে হয় 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ OBC শ্রেণীরা তিন বছরের বয়সের ছাড় পেয়ে থাকে। 
সিআইডি অফিসার হওয়ার জন্য শারীরিক দক্ষতা (CID Officer Physical Measurement)
সিআইডি অফিসার হওয়ার জন্য পুরুষদের উচ্চতা হতে হয় 165 সেন্টিমিটার। 
মহিলাদের উচ্চতা হতে হয় 150 সেন্টিমিটার।
চাকরিপ্রার্থীর বুকের মাপ থাকতে হয় 176 সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। 
সিআইডি অফিসার হওয়ার জন্য দৃষ্টি শক্তি 6/6 হওয়া জরুরী।
কাছের দৃষ্টি শক্তি একটি চোখের চোখের ক্ষেত্রে 0.6 এবং অন্য চোখের ক্ষেত্রে 0.8 থাকতে হয়।
সিআইডি অফিসার চাকরি পরীক্ষা কতবার দেওয়া যায় (CID Officer Exam Attempt)
জেনারেল বা UR ক্যাটিগরির চাকরিপ্রার্থীরা 4 বার সিআইডি হওয়ার পরীক্ষা (Attempt) দিতে পারে। 
OBC শ্রেণির প্রার্থীরা 7 বার এই পরীক্ষা এটেন্ড করতে পারে।
ST এবং SC শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে  সিআইডি পরীক্ষা দেওয়ার কোন সীমা নেই। অর্থাৎ তারা বয়সের ঊর্ধ্বসীমা না হওয়া পর্যন্ত CID হওয়ার পরীক্ষা দিতে পারে। 
সিআইডি অফিসার নিয়োগ প্রক্রিয়া (CID Officer Recruitment Process)
UPSC বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে আয়োজিত পরীক্ষা পাস করে সিআইডি (CID) হওয়া যায়। আর একটি উপায়েও CID অফিসার হওয়া যায়। সেটি হচ্ছে, পুলিশ ফোর্স জয়েন করে পরে প্রমোশনের ভিত্তিতে সিআইডি অফিসার হওয়া যায়।

সরাসরি পরীক্ষায় পাশ করে সিআইডি অফিসার হতে গেলে চাকরিপ্রার্থীকে ইউপিএসসি (UPSC) পরীক্ষার বিভিন্ন ধাপ গুলি পাশ করতে হয়। সিআইডি হওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়ার ধাপ গুলি নিম্নরূপ-

(1) লিখিত পরীক্ষা (Written exam)

(2) শারীরিক পরীক্ষা (Physical test)


(3) ইন্টারভিউ (Interview)

সিআইডি অফিসার পরীক্ষার পদ্ধতি (CID Officer Exam Process)
সিআইডি অফিসারের নিয়োগ প্রক্রিয়া তিনটে ধাপ বা 3 Tier এর মাধ্যমে হয়ে থাকে এগুলি হল- 

(1) Tier 1 Exam

মোট 200 নম্বরের পরীক্ষা হয়।
এই পরীক্ষার জন্য সময় সীমা থাকে 2 ঘণ্টা।
প্রশ্ন হয় MCQ টাইপের।
একটি প্রশ্নের ভুল উত্তর দিলে 0.25 নম্বর কাটা হয়। 
(1) Tier 2 Exam

মোট 400 নম্বরের পরীক্ষা নেওয়া হয়।
এই পরীক্ষার জন্য সময়সীমা থাকে 4 ঘন্টা।
একটি প্রশ্নের ভুল উত্তর দিলে 0.50  নম্বর কেটে নেওয়া হয়।
(3) Tier 3

Tier 1 এবং Tier 2 পরীক্ষা পাস করার পর ইন্টারভিউ নেওয়া হয়। 
মোট 100 নম্বরের উপরে ইন্টারভিউ হয়ে থাকে।
ইন্টারভিউতে পাস করলে তবেই সিআইডির পোস্টের জন্য চাকরিতে নিয়োগ করা হয়। 
এই গেল সিআইডি অফিসার হওয়ার জন্য চাকরির পরীক্ষার পদ্ধতি বা Exam Pattern। এবার আমরা Tier 1 এবং Tier 2 পরীক্ষার সিলেবাস সম্পর্কে জেনে নেব। 

সিআইডি অফিসার পরীক্ষার সিলেবাস (CID Officer Exam Syllabus)
Tier 1 পরীক্ষার সিলেবাস-

(1) General awareness 

(2) General Intelligence 

(3) Quantitative Aptitude 

(4) English Comprehension

Tier 2 পরীক্ষার সিলেবাস-

(1) Quantitative ability 


(2) English language and Comprehension

সি আই ডি অফিসারের বেতন (CID Officer Salary)
একজন সিআইডি অফিসারের মাসিক বেতন 90,000 থেকে শুরু করে 5,00,000 (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত হয়ে থাকে। বেতনের ক্ষেত্রে DA, TA, Housing Allowance বাবদ অতিরিক্ত টাকা দেওয়া হয়ে থাকে। 

কাজের অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে একজন সিআইডি অফিসারের মাসিক বেতন বৃদ্ধি পেতে থাকে। 

সি আই ডি অফিসারের কাজ (CID Officer Duty)
(1) CID অফিসারের প্রধান কাজ হল অপরাধমূলক মামলার তদন্ত করা।

(2) দেশের বিভিন্ন রাজ্যের বড়ো বড়ো অপরাধ যেমন অপহরণ, ডাকাতি, খুন, ধর্ষন ইত্যাদির তদন্ত করে থাকে CID অফিসারেরা। 

(3) বিভিন্ন অপরাধ্মূলক কাজের গুপ্তভাবে তদন্ত করে অররাধীকে বা অপরাধীদের খোঁজ চালায় CID অফিসারেরা।

সিআইডি অফিসারের বিভিন্ন পদ (CID Officer Various Job Posts)
সিআইডি অফিসারের বিভিন্ন পদ থাকে, যেগুলি আমরা নিচে এক এক করে জানিয়েছি- 

(1) Sub Inspector (SI)

(2) Constable

(3) Superintendent

(4) Inspector of Police (IGP)  

(5) Deputy Inspector General (DIG)

(6) Superintendent of Police (SP)

(7) Inspector

(8) Additional Director General of Police (ADGP) 


(9) Deputy Superintendent of Police (DSP) 

collected from Kajkarmo



Related Posts

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে

image

৫ মাসে আপনার জীবন পরিবর্তন করবেন যেভাবে

24/08/2024

Career Advice

২০২৪ শেষ হতে আর মাত্র ৫ মাস বাকি আছে। আসলে ৫ মাসও নেই, আরও কম। আমাদের মধ্যে অনেকেই বছরের শেষে নিজেকে আরও ভালো অবস্থানে দেখতে চান নিশ্চয়ই? সময় এখনও শেষ হয়ে যায়নি। সবার আগে ঝেড়ে ফেলতে হবে হতাশা। আপনাকে বিশ্বাস করতে হবে