Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

এই ৮ টি কারণে অনেকে চাকরি পাচ্ছে না! চাকরি পেতে এই ভুলগুলি কখনোই করবেন না

image

আপনি কি একজন চাকরি প্রার্থী? শত চেষ্টা করেও আপনার চাকরি হচ্ছে না? তাহলে জেনে নিন চাকরি না পাওয়ার ৮ টি কারন। যেকোনো চাকরি পেতে হলে এই ভুলগুলি কখনোই করবেন না। 

বর্তমান সময়ে শিক্ষিত এবং মেধাবী ছেলে মেয়েদের জন্য চাকরি একটি আকাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই সমস্ত ছেলে মেয়েরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। অনেক সময় নিজের অজান্তে তারা এমন কিছু ভুল করে বসে যার কারণবশত তারা চাকরি পায় না। তবে চাকরি না পাওয়ার পেছনে অবশ্যই তো কিছু কারণ রয়েছে যেগুলি সকলের জানা প্রয়োজন। 

চাকরি না পাওয়ার কারন হিসেবে আজকের এই আর্টিকেলে আমরা প্রধান প্রধান ৮ টি উল্লেখ করেছি। নিচে থেকে এগুলি আপনি এক এক করে জেনে নিতে পারবেন। 
চাকরি না পাওয়ার ৮ টি কারন

Due to these 8 Reasons Many People are not Getting Jobs
আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব চাকরি না পাওয়ার ৮ টি কারণ। যদি আপনি চাকরির জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা বিফলে চলে যাচ্ছে। তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার চাকরি না পাওয়ার পেছনে কোন কারণগুলি লুকিয়ে রয়েছে। চলুন এইবার তাহলে জেনে নিই চাকরি না পাওয়ার গুরুত্বপূর্ণ ৮ টি কারন।  

(১) লক্ষ্যে স্থির না থাকা 
যেকোনো চাকরির জন্য প্রথম প্রয়োজনীয় বিষয় হচ্ছে লক্ষ্য স্থির করে নেওয়া। কিন্তু অনেক সময় দেখা যায়, ছেলেমেয়েরা তাদের নিজের লক্ষ্য স্থির করতে পারেনা এবং তখন সে লক্ষ্যভ্রষ্ট হয়ে কোন দিকে যাচ্ছে সেটা নিজেও বুঝে উঠতে পারে না। তাই প্রথমে নিজের লক্ষ্য স্থির করতে হবে এবং বুঝতে হবে যে এই চাকরিটির জন্য আমি খাটছি সেহেতু এর থেকে মন বা ফোকাস অন্যদিকে হটিয়ে নিলে চলবে না। 

(২) সমস্যা চিহ্নিত না করা
অনেক সময় আমরা দেখি, যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে আছে যারা নিজেদের ভুল হওয়া জায়গা গুলোকে চিহ্নিত করে না। আর তাই তাদের এই অজানা জিনিসগুলো অজানাই থেকে যায়। আর তাদের এই ভুল হওয়া জায়গাটি ঠিক না হওয়ার কারণে তারা চাকরির পরীক্ষায় ব্যর্থ হয়। ফলে তাদের চাকরি হয় না। তবে যে কোন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার ক্ষেত্রে নিজের ভুল কোথায় হচ্ছে সেটাকে চিহ্নিত করে সেই ভুলকে অবশ্যই সমাধান করা প্রয়োজন। 

(৩) সঠিক প্রস্তুতির অভাব
সরকারি চাকরি হোক বা বেসরকারি প্রতিটি চাকরির জন্যই অপরিহার্য বিষয় হলো পরীক্ষার জন্য সঠিকভাবে অনুশীলন করা বা নিজেকে সঠিকভাবে প্রস্তুত করা।  তাই চাকরি না পাওয়ার ৮ কারণ এর মধ্যে  সঠিক প্রস্তুতির অভাব এটি একটি বড়ো কারন।

অনেকেই ভাবেন বাড়িতে বসে নিজে নিজে পড়াশোনা করে চাকরি পাওয়া যায়, হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কিন্তু তার জন্য চাই পরিশ্রম এবং সঠিক প্রস্তুতি। তাই যে কোন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার ক্ষেত্রে নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করে তোলা অবশ্যই প্রয়োজন। 

(৪) নিজের মধ্যে দক্ষতার অভাব
প্রতিটি চাকরির ক্ষেত্রেই নিজেকে দক্ষ হওয়া অবশ্যই প্রয়োজন। কেননা দক্ষতা থাকলে সফলতা অবশ্যই আসবে, আর যদি দক্ষতাই না থাকে তাহলে সেই চাকরিটি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়।


অনেক সময় আমরা দেখি কোন একটি চাকরিপ্রার্থী সঠিকভাবে প্রিপারেশন নিলেও যদি সে কোন পরীক্ষায় পাস করে যায় তাহলে তার পরবর্তী ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য সে সঠিকভাবে দক্ষতা অর্জন করতে পারে না এবং ইন্টারভিউ রুমে সে ভুলভাল ভাবে নিজেকে উপস্থাপন করে এবং সে ক্ষেত্রে সে তার প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হয়ে যায়। তাই আপনি যে চাকরির জন্য পরিশ্রম করছেন সেই চাকরি সম্পর্কে অবশ্যই একটু হলেও সঠিক ধারণা থাকা প্রয়োজন।

(৫) নিজেকে মোটিভেট না রাখা
সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি প্রতি ক্ষেত্রেই চাকরি প্রার্থীদের নিজেকে মোটিভেট (Motivate) রাখা অবশ্যই প্রয়োজন। কিন্তু অনেক পরীক্ষার্থী আছেন যারা ব্যর্থ হয়ে গেলে আর নিজেকে সেই রাস্তায় ফিরিয়ে আনতে পারে না এবং তখন নিজেদের ভেতরে ডিমোটিভেট সৃষ্টি করে তখন তার জীবনে ব্যর্থতা নেমে আসে।

কারণ এরা চাকরির অনেক পরীক্ষাতে ব্যর্থ হয়ে হয়ে নিজের প্রতি বিশ্বাসটাই হারিয়ে ফেলে। তাই প্রতিটা মুহূর্তে নিজের প্রতি বিশ্বাস রেখে নিজেকে প্রেরণা পূর্ণ করে রাখা দরকার। মনে রাখবেন, একদিনে হয়না কিন্তু একদিন অবশ্যই হয়। 

(৬) নিয়মিত চাকরির খবর না রাখা
আমাদের মধ্যে অনেকে এমন রয়েছেন যারা চাকরি তো খোঁজেন কিন্তু তার জন্য নিয়মিত যে খবর দরকার তার কোন খোঁজ খবর রাখেন না বা পান না। এর ফলে কি হয় কোন একটি চাকরির বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় সেই খবরটি সে সঠিক সময়ে পায় না। আর এই কারণে সে নির্দিষ্ট সময় থাকত আবেদন করতে পারে না তখন ক্ষেত্রে সেই সুযোগ টিও হাতছাড়া হয়ে যায়। 

👍 নিয়মিত চাকরির আপডেট রাখতে পেতে চাইলে আমাদের কাজকর্ম (Kajkarmo) ওয়েবসাইট ডেইলি ভিজিট করুন। 

(৭) ভুল চাকরির আবেদন করা
অনেক ক্ষেত্রে দেখা যায় চাকরির আবেদনের সময় সঠিকভাবে খেয়াল না করার কারণে চাকরির আবেদনপত্রে ভুল তথ্য দিয়ে থাকে। সেক্ষেত্রে তার চাকরি করার স্বপ্ন থাকা সত্ত্বেও ভুল তথ্য দেওয়ার কারণে সে তার নিজের স্বপ্নকে পূরণ করতে পারে না, কারণ তার তখন আর কিছু করার উপায় থাকে না। তাই চাকরি না পাওয়ার ৮ টি কারন এর মধ্যে এটিও একটি লক্ষনীয় বিষয়। 

(৮) সঠিক সময়ে পথ পরিবর্তন না করা
চাকরি ক্ষেত্রেই হোক বা যেকোনো কাজের ক্ষেত্রে সফলতা পেতে হলে অবশ্যই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বা পথ পরিবর্তন করা প্রয়োজন। অনেক সময় অনেকে একটি চাকরির আশায় বসে থাকেন কিন্তু সে যখন সে চাকরিটি পায় না তখন সে আর কিছু করার মত রাস্তা খুঁজে পাইনা। তাই সঠিক সময়ে সিদ্ধান্ত বা পথ পরিবর্তন করতে না পারা জীবনে চাকরি না পাওয়ার ৮ টি কারন এর মধ্যে অন্যতম। 

আজকে আমরা এই প্রতিবেদনে চাকরি না পাওয়ার ৮ টি কারণ নিয়ে আলোচনা করলাম। যদি আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং আজকের এই প্রতিবেদনটি আপনি সঠিকভাবে অনুসরণ করেছেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে কোন কোন ভুলগুলো আপনার চাকরি পাওয়ার পথে বাধা সৃষ্টি করে। তাই জীবনে চাকরি পেতে হলে সেই সমস্ত বাধা গুলোকে দূর করতে হবে এবং সাফল্যকে হাতের মুঠোয় নিয়ে আসতে হবে।
collected from Kajkarmo



Related Posts

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে

image

৫ মাসে আপনার জীবন পরিবর্তন করবেন যেভাবে

24/08/2024

Career Advice

২০২৪ শেষ হতে আর মাত্র ৫ মাস বাকি আছে। আসলে ৫ মাসও নেই, আরও কম। আমাদের মধ্যে অনেকেই বছরের শেষে নিজেকে আরও ভালো অবস্থানে দেখতে চান নিশ্চয়ই? সময় এখনও শেষ হয়ে যায়নি। সবার আগে ঝেড়ে ফেলতে হবে হতাশা। আপনাকে বিশ্বাস করতে হবে