Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

অ্যানিমেটরদের কাজের চাহিদা বাড়ছে

image

ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীরা ঘরে বসে বিদেশের তথ্যপ্রযুক্তির নানা কাজ করে আয় করেন। কাজের সুযোগ বেশি থাকায় ফ্রিল্যান্সারদের কাছে বর্তমানে জনপ্রিয় আপওয়ার্ক মার্কেটপ্লেস। এ মার্কেটপ্লেসে এখন অ্যানিমেশনের কাজের চাহিদা বেশি। যাঁদের আঁকাআঁকি ভালো লাগে, তাঁরা মুক্ত পেশাজীবী হিসেবে ঘরে বসে অ্যানিমেশনের কাজ করে আয় করতে পারেন।
আপওয়ার্ক মার্কেটপ্লেসে যাঁদের কাজের দক্ষতা ভালো এবং ক্লায়েন্টের কাছে সঠিক সময়ে কাজ বুঝিয়ে দেন, তাঁদের মধ্য থেকে সেরাদের ‘আপওয়ার্ক স্পটলাইট’ ফ্রিল্যান্সার নির্বাচিত করা হয়। ২০১৭ সাল থেকে এটি নির্বাচন করা হয়। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পাঁচজনকে ‘আপওয়ার্ক স্পটলাইট’ ফ্রিল্যান্সার নির্বাচিত করা হয়েছে। সবশেষ এ বছর ‘আপওয়ার্ক স্পটলাইট’ ফ্রিল্যান্সার নির্বাচিত হয়েছেন সুদীপ্ত কুমার মণ্ডল।
সুদীপ্ত কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আট বছর ধরে ফ্রিল্যান্সিং করছি। আগের তুলনায় এখন অ্যানিমেশন কাজের চাহিদা অনেক বেশি দেখা যায়। এটি প্রতিনিয়ত বাড়ছে। যাঁরা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাঁরা অ্যানিমেশনের কাজ শিখলে দ্রুত ক্লায়েন্ট পাবেন।’
সুদীপ্ত কুমার আরও বলেন, ‘আপওয়ার্কে প্রতিদিন ২৫০ থেকে ৩০০টি অ্যানিমেশন কাজের পোস্ট পাই। এগুলোতে আবেদন করলে দ্রুত উত্তর পাওয়া যায়। কাজ পাওয়ার সম্ভাবনা থাকে ৭০ ভাগ। এসব কাজের মূল্য ৫০ ডলার থেকে শুরু করে ২ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে।’
অ্যানিমেশনের কাজ করতে চাইলে খুব বেশি ক্রিয়েটিভ হতে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে প্রচুর সময় দিতে হবে বলে জানান সুদীপ্ত কুমার মণ্ডল। তিনি বলেন, অ্যানিমেশন শুরু করার আগে অ্যাডোবি অ্যানিমেট, আফটার ইফেক্টস ও মিডিয়া ইনকোডার সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এ ছাড়া ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে। অ্যানিমেশন ছাড়াও বর্তমানে আপওয়ার্কে গ্রাফিক ডিজাইন ও লোগো ডিজাইনের কাজে চাহিদা রয়েছে বলে জানান সুদীপ্ত।
Collected From prothomalo


Related Posts

image

কোনোকিছু দ্রুত শেখার উপায় জেনে নিন

01/01/2025

Career Advice

আমরা যখন কোনো নতুন দক্ষতা আয়ত্ত করার কথা চিন্তা করি - হোক তা কোনো বাদ্যযন্ত্র বাজানো, নতুন ভাষা শেখা, বা খেলা - আমাদের বেশিরভাগই পুনরাবৃত্তির দিকে মনোনিবেশ করি। অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে, তাই না? স্নায়ুবিজ্ঞান

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে