কীভাবে আপনি এ পরিবর্তিত লিংকডইন প্রোফাইল আরও আকর্ষণীয় করতে পারবেন?
১. লিংকডইনে শক্তিশালী প্রোফাইল পিকচার ও ব্যাকগ্রাউন্ড পিকচার দিনে যাতে একজন ভিউয়ার সহজেই আপনার প্রোফাইল দেখে আকৃষ্ট হয় ও ভিজিট করে।
২. এরপর আপনার ইন্ট্রো যেখানে লিখবেন, সেই দুই লাইনকে এমনভাবে লিখুন যাতে মানুষের মধ্যে ইন্টারেস্ট গ্রো করে; পরবর্তী সময়ে প্রোফাইল ভিজিটের জন্য।
৩. সামারি পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ অংশ থেকেই আপনার সব কিছু বোঝা যাবে। লিংকডইনে এখন সামারির প্রথম দুই লাইন শো করে। এরপর বাকিটা ‘See More’ এ ক্লিক করলে শো করে। কাজেই এ প্রথম দুই লাইনে আপনাকে আকর্ষণ তৈরি করতে হবে যাতে সে পুরো প্রোফাইলটা চেক করে।
৪. ধরুন আপনি এবার চারটি কোম্পানিতে জব করেছেন; কিন্তু লিংকডইন শুধু আপনার একটি কোম্পানিকেই ফোকাস করবে। সেটি হচ্ছে একদম সর্বশেষ কোম্পানি যেখানে আপনি এখন জব করছেন। কাজেই এ কোম্পানির ক্ষেত্রে আপনার কাজগুলো সাবলীল ও আপনার অর্জনগুলোকে স্পষ্ট করে লিখতে হবে।
৫. পরবর্তী কোম্পানিগুলোর ক্ষেত্রে কেবল নাম, পদবি ও অবস্থানকাল এ তিনটি জিনিস লিংকডইন শো করে। পুরোটা দেখতে হলে ভিউয়ারকে ‘See Description’ এ ক্লিক করতে হবে। এক্ষেত্রে প্রতিটি কোম্পানিতে আপনার অর্জনগুলোকে শো করানোর জন্য আপনি যে কোনো প্রেজেন্টেশন, ভিডিও, ছবি ইত্যাদি লিংকডইনে অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করলে আপনার ভিউয়ার আপনার প্রতি আরও আকৃষ্ট হবে।
৬. এবার আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও ভলুন্টিয়ার এক্সপ্রেরিয়েন্সগুলো দিন। মনে রাখবেন, লিংকডইন প্রোফাইল তৈরির সময় কোনো অপশনই খালি রাখবেন না। প্রতিটি অপশন ফিল করলে লিংকডইন আপনার প্রোফাইলটি অল স্টার করে দেবে, যা কিনা আপানার ৪০ গুণ প্রোফাইল ভিউ বাড়াবে।
৭. এরপর লোকে আপনার এন্ডোরসমেন্ট ও রেকমেন্ডেশন দেখবে। কতজন আপনাকে রেকমেন্ড করেছে, তাদের প্রোফাইল কী, কেন রেকমেন্ড করেছে এগুলো থেকে তারা একটি ধারণা নেবে আপনার সম্পর্কে।
৮. আপনার আর্টিকেল, আপনার ট্রেনিং, শর্ট কোর্স এগুলো আগে লিংকডইনে ডিটেইল দেখাত, এখন আর ডিটেইল দেখায় না, এখন কেবল মোট কতটি পাবলিকেশন আছে সেটি দেখায়, মোট কতটি ট্রেনিং আছে সেটি দেখায়, এরপর কেউ চাইলে ক্লিক করে ডিটেইল দেখতে পারেন।
আজই এ জিনিসগুলো মাথায় রেখে নতুন করে লিঙ্কডইন প্রোফাইল সাজিয়ে ফেলুন। নমুনা প্রোফাইল হিসেবে Niaz Ahmed নামে আমার প্রোফাইল দেখে আসতে পারেন, লিংকডইনের ভিউয়ার বাড়ান।
মনে রাখবেন, অন্যকে ইম্প্রেস করতে হলে নিজেকে এক্সপ্রেস করতে হবে। এর কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আপনি প্রফেশনাল রাইটারদের সাহায্যও নিতে পারেন।
Collected From Jugantor