এ স্বপ্নের প্রথম ধাপ হলো ক্যাডার চয়েস। এখানে প্রার্থীরা ভুল করে সবচেয়ে বেশি । যার মাসুল দিতে হয় ভাইেভা তে গিয়ে। তাই প্রথম থেকে একটু বুঝে ক্যাডার চয়েস করতে হয়।
প্রথমে যে প্রশ্নটা সবাই করে আমি কোন ক্যাডার চয়েস দিবো?
এডমিন না পুলিশ?
আপনার পছন্দের চাকরি দরকার না শুধু চাকরি দরকার। যে কাজ করতে আপনার ভালো লাগবে , আপনি তাই দিবেন ।
প্রশ্ন হচ্ছে কোন ক্যাডারের কী কাজ , তা আপনাকে জানতে হবে। তাই আপনার যে ধরনের লাইফ পছন্দ সে ধরনের ক্যাডার দিবেন । কোন ক্যাডার কোনো ক্যাডারের চেয়ে কম না , বেশি না. কখন ও ই না ।
তো আপনার জীবন আপনার হাতে কারন জবের সাথে আপনার জীবন সম্পূর্ণভাবে জড়িত।
কোন ক্যাডারের কী কাজ তা বিস্তারিত আলাপ করা সম্ভব নয়। তবে জেনে নিবেন। তাই ভেবে আপনার ক্যাডার চয়েস টা দিবেন।
এবার বলছি সাজাবেন কিভাবে???
কিছু ক্যাডার সবাই প্রথম দিকে রাখে।
ফরেন, পুলিশ, এডমিন।
তারপর ট্যাক্স, ইকোনোমিক, অডিট, শিক্ষা ।
আমি বলছি বেশিরভাগ তাদের চয়েস এভাবে দেয়।
তাই এখানে বুঝতে হবে…
আপনি শিক্ষা ক্যাডার এক নম্বর চয়েস দিচ্ছেন । তারপর ফরেন সহ অন্য ক্যাডার চয়েস দিলে তো হবে না্ । কারন আপনি পেলে শিক্ষা পাবেন। ওটা ক্রস করে আপনি পুলিশ, ফরেন পাওয়ার সম্ভবনা কম।
একই ভাবে আপনি পুলিশ দিলেন। ৬ বা ৭ নম্বরে ফরেন দিলেন। ৩ বা ৪ নম্বরে অন্য ক্যাডার। এ চয়েস টা ভালো হবে না।
আপনাকে বুঝতে হবে কত নম্বর পেলে কোন ক্যাডার আগে আসবে । সেভাবে সাজাবেন। তাহলে ভাইভা তে অহেতুক প্রশ্নের সম্মুখীন হতে হবে না।
আবার বলছি আপনি যা হতে চান তাই প্রথম পছন্দ দিবেন বাকীটা ক্রমনাসারে সাজাবেন।
Collection From karukormo.blog