Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

সরকারি চাকুরি পাওয়ার জন্য যেভাবে পড়বেন

image

এই সিলেবাস অনুযায়ী বিভিন্ন বই পড়তে হবে।

ভালো চাকরি পাওয়ার জন্য অনার্সে পড়া অবস্থায় প্রস্তুতি শুরু করতে হয়। পড়াশোনা শেষ করে চাকুরির জন্য প্রস্তুত হওয়া হতাশার কারণ। তখন বয়স নিয়ে চিন্তা করে অনেকেই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে। তাই সময় থাকতে নিজেকে প্রস্তুত করুন।

সিলেবাস হল

বাংলা (ব্যাকরণ + সাহিত্য)
ইংরেজি (গ্রামার + অন্যান্য )
গণিত (বীজ + পাটি + জ্যামিতি)
সাধারণ জ্ঞান (বাংলাদেশ + আর্ন্তজাতিক + খেলাধুলা + ইতিহাস)
এই বিষয় গুলো ভালো ভাবে আয়ত্ব করলেই আপনার প্রস্তুতি মোটামুটি পাকা হয়ে যাবে।

কিভাবে পড়বেন:-
বাংলা ব্যাকরণ এর জন্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী স্যারের ‘উচ্চতর বাংলা ব্যাকরণ ও রচনা’ অথবা আধুনিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি বা, মাহবুবুল হক স্যারের বাংলা ব্যাকরণ এই বইয়ের ব্যাকরণ অংশটা কয়েকবার ভালো ভাবে পড়বেন।

সাথে ৮ম ও ৯ম শ্রেণির ব্যাকরণ বোর্ড বইটা দেখতে হবে। বিশেষ করে সমাস, সন্ধি, কারক ও বিভক্তি, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ এই গুলো থেকে প্রশ্ন আসবেই। বোর্ডে যে যে প্রশ্ন ব্যাকরণ থেকে এসেছে সেই গুলো পড়বেন সাথে বিভিন্ন ভার্সিটির ব্যাকরণ অংশের সমাধান দেওয়া থাকে সেগুলোও পড়বেন।

ভালো প্রস্তুতির জন্য আরো পড়তে হবেঃ- ধ্বনিতত্ত্ব, শব্দ গঠন ও প্রকরণ, পুরুষ, অনুসর্গ, উপসর্গ, বাক্য প্রকরণ ও রূপান্তর, ক্রিয়ার কাল, পদ, ধাতু, বিরাম চিহ্ন, বাচ্য ও বচন। এই গুলোর বাহিরে বাংলা ব্যাকরণ থেকে খুব একটা প্রশ্ন আসবে না।

এই অংশ ভালো ভাবে পড়লে বাংলা থেকে ভালো মার্ক পাওয়া যাবে।

সাহিত্যের জন্য ক্লাস ৬-১১ শ্রেণির বাংলা বোর্ড বইয়ের সকল কবি পরিচিতি আর গল্প/কবিতার উৎস, পটভূমি কোন কবিতা কোন ছন্দে রচিত এসব কয়েকবার করে রিভিশন করবেন। তবে মূল গল্পটা ভালো ভাবে মার্কিং করে পড়লে আরো ভালো হয়। কবিতার ছন্দ থেকে প্রায়ই প্রশ্ন আসে। বইয়ে অনেক কবিতা আছে আর সব গুলো কবিতার ছন্দ মনেও রাখা যায় না।

একটা টিপস দিচ্ছি। ব্যাকরণ বইয়ের ভাব সম্প্রসারণ অংশে চলে যান এখানে অনেক গুলো কবিতার চরণ ও ছন্দের ভাব সম্প্রসারণ পাবেন সেগুলো কোন কবিতার আর কোন কবির তা খোঁজে বের করুন। বার বার পরিক্ষায় আসা ছন্দ গুলো পড়ুন।

বেশি পরিচিত ও লম্বা কবিতা গুলো বার বার পড়লে উত্তর করা সহজ হবে। তাছাড়া বিখ্যাত অনুবাদ বইয়ের নাম, অনুবাদ গল্প/নাটক এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বাংলা সাহিত্য নামকরা কয়েকজন কবি ও সাহিত্যিক থেকে প্রশ্ন আসে।

বিশেষকরে পিএসসির নির্ধারিত কবি ও সাহিত্যিকদের জীবনী ও তাদের কাজ অবধান এই অংশ থেকে প্রশ্ন আসবেই। তাই এই গুলো মুখস্থ করে ফেলুন।

পিএসসি নির্ধারিত ১১ জন কবি-সাহিত্যিক হলেনঃ-
১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩. মাইকেল মধুসূদন দত্ত

৪. মীর মশাররফ হোসেন

৫. রবীন্দ্রনাথ ঠাকুর

৬. দীনবন্ধু মিত্র

৭. কাজী নজরুল ইসলাম

৮. জসীম উদ্দীন

৯. ফররুক আহমদ

১০. কায়কোবাদ

১১. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

পঞ্চকবিরা হলেনঃ-
১. বুদ্ধদেব বসু

২. জীবনানন্দ দাস

৩. বিষ্ণু দে

৪. সুধেন্দ্রনাথ দত্ত

৫. অমিয় চক্রবর্তী

এই কবি ও সাহিত্যিকদের সম্পর্কে সব শিখে নিবেন। বিশেষ করে বাংলা অংশে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন বেশি আসে। আমাদের অনেকেই বাংলা ব্যাকরণ কম পড়ি ও না বুঝে মুখস্থ করি যার ফলে ব্যাকরণ থেকে আসা প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারিনা

ইংলিশের জন্য একটু বেশি শ্রম দিতে হবে। ভালো ইংলিশ গ্রামার বইয়ের গ্রামারের সকল নিয়ম খুঁটিনাটি ও ব্যাতিক্রম অংশগুলো জানতে হবে। বিশেষকরে Sentence, Parts of Speech, Tense, Voice, Narration, Gender, synonym, antonym ইত্যাদি বেশি গুরুত্ব দিতে হবে। আর কিছু বাক্য অনুবাদ পড়তে হবে।

ইংলিশ গ্রামারের কিছু ভালো বই হলঃ-
English Tutor by Kabial Noor,
High School English Grammar,
Advanced English Grammar,
Basic English Grammar,
Essential English Grammar.
ব্যাকরণ এর আরো যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে– Noun, Verb, Adjective, Adverb, Preposition এই টপিক গুলোর সব পড়তে হবে।

Collection From karukormo.blog



Related Posts

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে

image

৫ মাসে আপনার জীবন পরিবর্তন করবেন যেভাবে

24/08/2024

Career Advice

২০২৪ শেষ হতে আর মাত্র ৫ মাস বাকি আছে। আসলে ৫ মাসও নেই, আরও কম। আমাদের মধ্যে অনেকেই বছরের শেষে নিজেকে আরও ভালো অবস্থানে দেখতে চান নিশ্চয়ই? সময় এখনও শেষ হয়ে যায়নি। সবার আগে ঝেড়ে ফেলতে হবে হতাশা। আপনাকে বিশ্বাস করতে হবে