Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

ইংরেজি যেকোনো চাকুরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়

image

 আপনি যদি দৈনিক কিছু সময় ইংরেজির পেছনে ব্যয় করেন তবে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জড়তা কেটে গেছে । ইংরেজিতে ভালো করতে গেলে যেসব করতে পারেন —–

শুরুতে as usual বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো মনোযোগ দিয়ে একটু দেখে ফেলুন । এতে আপনার ধারণা হবে কেমন প্রশ্ন হয় , যেটা জানা আপনার জন্য খুব জরুরী । ইংরেজিতে vocabulary and grammar এ ভালো দক্ষতা থাকাটা আপনার জন্য জরুরী । এই দুটোতে আপনি দক্ষ থাকলে আপনার জন্য MCQ এবং লিখিত পরীক্ষা দুটোতেই খুব কাজে আসবে । আরও যা যা আপনার স্টাডি করলে ভালো তা হোল group verb, idioms and phrases, appropriate preposition, translation etc . আপনার vocabulary strong হলে আপনার জন্য antonym,synonym, analogy ইত্যাদিতে ভালো করাটা সহজ হবে ।
আপনি দৈনিক একটা রুটিন মাপিক যেকোনো vocabulary বই বা dictionary থেকে কিছু কিছু করে নতুন শব্দ শেখা শুরু করে দিন । আপনার মনে হলে কিছু গুরুত্বপূর্ণ শব্দ একটি খাতায় নোটও করতে পারেন । আপনার কিছু প্রিয় different শব্দও লিখে রাখতে পারেন যেগুলো লিখিত পরীক্ষাতে ব্যবহার করবেন ।
এরপর আপনি group verb, idioms and phrases, appropriate preposition ইত্যাদির জন্য যেকোনো গ্রামার বই থেকে দৈনিক 1 page করে স্টাডি করতে পারেন । কিছু ইংরেজি proverb জানাটাও আপনার দরকার । এজন্য দৈনিক কিছু কিছু করে proverb দেখুন , যেমন দৈনিক ১০ টি করে । যেকোনো ভালো গ্রামার বই হলেই হয় প্রকৃতপক্ষে । কারণ বই তো একই , কিন্তু সেই বই থেকে একেকজনের লব্ধ জ্ঞান একেকরকম হয় । আর কোন কিছু মনে না থাকলে হতাশ হবেন না । কেউই একবারে সব মুখস্থ করে ফেলেনা । কোন কিছু ভুলে গেলে আবার রিভিশন দিন ।
গ্রামার এর অংশ থেকে দৈনিক একটি করে টপিক ভিত্তিক প্রস্তুতি নিন । যেমন আজ parts of speech পড়লেন, পরদিন degree, তারপর number, gender, kinds of phrases, agreement of verb,transformation and classification of sentences (prebd. com) এভাবে একেকদিন একেক টপিক দেখে ফেলুন । traditional গ্রামার দেখে ফেললে আপনার basic শক্তিশালী হবে আর আপনার কনফিডেন্স ও বাড়বে । তবে translation এর দিকেও নজর দেবেন । দৈনিক যেকোনো বই থেকে ২-৩ পৃষ্ঠা করে translation চর্চা করুন । এই বই এর translation এর শেষে অনেক passage আছে যেগুলো চর্চা করতে পারেন কিছু কিছু করে, আপনার দক্ষতা বাড়বে । মাঝে মাঝে খাতায় যেকোনো টপিক বা ঘটনার ওপর কিছু বানিয়ে বানিয়ে ইংরেজিতে লিখুন । লিখার মান বাড়বে এবং ধীরে ধীরে জড়তাও কেটে যাবে । পারলে আপনার সার্কেলে যারা চাকুরীর প্রস্তুতি নিচ্ছে এমন অন্তত একজন বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন । তার সাথে নতুন নতুন শব্দ নিয়েও আলোচনা করুন ।
পারলে দৈনিক সকালে যেকোনো ইংরেজি পত্রিকা এক নজর দেখুন । নতুন কোন শব্দের অর্থ না বুঝলে ডিকশনারিতে দেখুন অথবা ইন্টারনেটেও দেখতে দিতে পারেন । সাহিত্য অংশের জন্য ইন্টারনেট এর সাহায্য নিতে পারেন । বিখ্যাত সাহিত্যিকদের বই এর নাম, বিখ্যাত কবিতা, গল্প, উপন্যাসের নাম , বিখ্যাত উক্তি এসব দেখে নিন । যতটুকু পারা যায় আরকি । একদম নিজের মনের মত প্রস্তুতি নেয়াটা সম্ভব হয়ে ওঠেনা সাধারণত । তাই এর মাঝেই যতটুকু পারেন আপনার সাধ্যমতো প্রস্তুতি নেয়ার চেষ্টা করবেন ।
যারা একটু দুর্বল আছেন ইংরেজিতে তারা দৈনিক চর্চা চালিয়ে যাবেন । 
কখনোই অল্পে হতাশ হবেন না । এত অল্পে হতাশ হবার বা হাল ছেড়ে দেওয়ার কি আছে বলুন না? কত মানুষ জীবনে কত কষ্ট কত সংগ্রাম করে উন্নতি করছে । আপনি শেষ না দেখা পর্যন্ত স্টাডি চালিয়ে যাবেন । আর অবশ্যই সকল চাকুরীর পরীক্ষাতে অংশ নিবেন । ছোট বড় মাঝারি যেকোনো একটা চাকুরী পেলে আপনার কনফিডেন্স বাড়বে যা আপনার জন্য খুবই দরকার । সেটা সরকারী বা বেসরকারি যে চাকুরীই হোকনা কেন । নিজের ওপর কনফিডেন্স রাখুন , অযথা সময় নষ্ট না করে চেষ্টা চালিয়ে যান । সফল আপনি হবেনই ।

Collection From karukormo.blog



Related Posts

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে

image

৫ মাসে আপনার জীবন পরিবর্তন করবেন যেভাবে

24/08/2024

Career Advice

২০২৪ শেষ হতে আর মাত্র ৫ মাস বাকি আছে। আসলে ৫ মাসও নেই, আরও কম। আমাদের মধ্যে অনেকেই বছরের শেষে নিজেকে আরও ভালো অবস্থানে দেখতে চান নিশ্চয়ই? সময় এখনও শেষ হয়ে যায়নি। সবার আগে ঝেড়ে ফেলতে হবে হতাশা। আপনাকে বিশ্বাস করতে হবে