উন্নতির পথে মূল বাধা হচ্ছে অলসতা
30/09/2022
825 Views
কোন কিছু পেন্ডিং রাখা না রাখা নিতান্তই নিজের ব্যাপার,আর ইচ্ছাশক্তির কথা না হয় নাইবা বললাম ।
ইচ্ছাশক্তির ওপরই নির্ভর করে মানুষের সফলতা, কাজ করার ইচ্ছা অনিচ্ছার ওপর ,স্টাডি করার ইচ্ছা অনিচ্ছার ওপর অনেক কিছু নির্ভর করে ।
দৈনিক একটু সময়ের স্টাডি বা কাজ একটা পর্যায়ে গিয়ে অনেক বড় আকার ধারণ করে । রেগুলারিটি মেইনটেইন করাটা অনেক বড় একটা বিষয়, যাই হোক না কেন নিজের কাজে এবং শ্রমে যেন কোন কমতি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ।
অন্যে পড়ুক কি না পড়ুক কাজ করুক কি না করুক সেদিকে নজর দেয়া যাবেনা, নিজের মত করে স্টাডি বা কাজ শুরু করে দিতে হবে,ব্যস । নির্দিষ্ট সময় টার্গেট করে নিয়ে স্টাডি গুছিয়ে ফেলার চেষ্টা করা উচিত ।
যেকোনো শুরুটাই কঠিন,জাস্ট শুরু করে দিন,দেখবেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন । নিজের অযাচিত অলসতাকে লাথি দিয়ে দূর করে দিন, মনে রাখবেন আপনার আজাইরা অলসতাই একসময় আপনার আফসোসের কারন হবে ।
অলস কেন থাকবেন,এখন পরিশ্রম না করলে কখন করবেন, যদিও শ্রম দেয়ার কোন বয়স নেই । অলসতা আপনাকে ঠেলে ব্যর্থতার অতল গহ্বরে নিয়ে যাবে । আপনার নিজের প্রয়োজনে নিজেকে নিজেরই সচল ও কর্মঠ রাখতে হবে ।
ভালো কিছু করলেও ভোগ করবেন আপনি আর মন্দ কিছু হলেও অনুতাপ করবেন আপনিই । যখন আর স্টাডি বা কোন কাজ করতে ইচ্ছে হচ্ছে না তখন নিজেকেই নিজের উৎসাহ দিতে হবে ।
আপনার অলসতাই আপনার ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়াবে । আজ থেকেই আদাজল খেয়ে লেগে পড়ুন । সময়মত অলসতাকে জয় করা মানে সফলতাকে জয় করা ।
নিজেকে নিজেরই ঠেলে সামনে এগিয়ে নিতে হবে, অনেকেই নিরুৎসাহিত করবে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয় ।
ভালো থাকবেন সবাই, Good luck guys
Collection From karukormo.blog