Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

পাঁচটি ভালো বেতনের চাকরির তালিকা, যাতে দরকার নেই কোনও ডিগ্রির

image

বলা হয়ে থাকে যে, শিক্ষাগত যোগ্যতা না থাকলে কোনও ভাবেই ভালো চাকরি পাওয়া যাবে না। যে কোনো ভালো মাইনের চাকরির (high paying Job) জন্য দরকার মোটা ডিগ্রি (degree)। কিন্তু এই আর্টিকেলটির মাধ্যমে আপনি পাঁচটি কেরিয়ার অপশন (5 Career Options) সম্বন্ধে জানতে পারবেন যার জন্য কোন ডিগ্রির প্রয়োজনই হয় না। কারণ এই পেশাগুলিতে বিশ্বাস করা হয় শিক্ষাগত যোগ্যতার থেকেও আপনার দৃঢ় মনোভাব ও কাজের প্রতি ভালোবাসা থাকা বেশি জরুরী একটি ভালো ভবিষ্যৎ তৈরি করার জন্য।

এই হল ৫ উচ্চ বেতনের কেরিয়ারের লিস্ট যার জন্য কোন ডিগ্রী প্রয়োজন হয় না:

১. ইউটিউবার (Youtube)

এটি কোন চাকরি না এখানে হয়তো আপনি কোনো নির্দিষ্ট মাসিক আয় করতে পারবেন না। এই কেরিয়ার এর জন্য আপনার ধৈর্যের প্রয়োজন। এই প্ল্যাটফর্মে শুধুমাত্র যদি টাকা আয় করার জন্য ঝাঁপিয়ে পড়েন তাহলে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন ও আপনার কোন আয় হবে না। এখানে নিজের দক্ষতার সাহায্যে কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করতে পারেন তাহলে প্রচুর আয় করতে পারবেন। এই প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন ক্যাটাগরির ওপর ভিত্তি করে ভিডিও বানাতে পারেন যেমন গেমিং, টেক, কমেডি, মেকআপ, রান্না, ইত্যাদি। তার সাথে আপনার ভিডিও এডিট করতে জানতে হবে ও মানুষের সাথে কথার বলার কৌশল জানতে হবে।

২. ব্লগার / কনটেন্ট রাইটার

দুনিয়ার বিভিন্ন প্রান্তে কনটেন্ট রাইটার ও ব্লগারদের প্রচুর চাহিদা রয়েছে। ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে কনটেন্ট এর চাহিদাও প্রচুর পরিমাণে বেড়ে উঠেছে। আপনার খালি নিজের ভাষার ওপর জোর থাকতে হবে ও আপনার লেখার দক্ষতা ভালো হতে হবে। কনটেন্ট রাইটিং এর জন্য আপনার কোন নির্দিষ্ট কোর্সের প্রয়োজন হয়না বা এর জন্য কোন ডিগ্রিরও প্রয়োজন হয় না। আপনি নিজের ব্লগ শুরু করতে পারেন বা একটি ফুলটাইম কনটেন্ট রাইটার হিসাবে যে কোন কোম্পানিতে চাকরি করতে পারেন।

৩. ফটোগ্রাফার

ফটোগ্রাফির প্রতি আগ্রহ থাকাটা এই কেরিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। ফটোগ্রাফির জন্য আপনার ঝোঁক না থাকলে এই কেরিয়ার অপশন আপনার জন্য নয়। Shutterstock এর মত ওয়েবসাইটের শুধুমাত্র নিজের তোলা ছবি বিক্রি করে আপনি মোটা টাকা অর্জন করতে পারবেন। ফটোগ্রাফিতে আপনার কেরিয়ার বানানোর জন্য কোনরকম নির্দিষ্ট ডিগ্ৰীর প্রয়োজন হয় না। এর জন্য আপনার শুধু একটি ক্যামেরা লাগবে ও ফটোগ্রাফি জন্য আগ্রহ থাকতে হবে। ফটো তোলার সাথে সাথে আপনার ফটো এডিট করার জ্ঞান থাকতে হবে। শুধু ক্যামেরা নয় আপনি চাইলে মোবাইলে ফটো তুলে তা ভাল ভাবে এডিট করে মোটা টাকা অর্জন করতে পারবেন।

৪. নিজস্ব ব্যবসা (Entrepreneur)

সবার হয়তো চাকরি করার ইচ্ছা নাও থাকতে পারে। অনেকেই নিজের ব্যাবসা গড়ে তুলতে চায়। এই কেরিয়ার অপশন এ আপনাকে নিজেই নিজের বস হতে হবে ও এর জন্য কোনরকম ডিগ্রির প্রয়োজন হয় না। এর জন্য আপনার খালি দক্ষতা থাকতে হবে ও মার্কেট সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। যদি তা না থাকে তাহলে আপনি সবকিছু হারিয়ে বসে থাকতে পারেন। আপনার কোম্পানি একটি জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠলে আপনি মোটা টাকা অর্জন করতে পারবেন এই কেরিয়ার অপশন থেকে।

৫. আর্টিস্ট

আঁকা, নাটক, গান, নাচ বা মেকআপ করা একটি ভালো কেরিয়ার অপশন হয়ে উঠতে পারে। আপনার যদি এই ক্ষেত্রে আগ্রহ থাকে তাহলে আপনি এইগুলির মধ্যে নিজের কেরিয়ার গড়ে তুলে ভালো টাকা অর্জন করতে পারবেন। এর জন্য কোন ডিগ্রির প্রয়োজন হয় না আপনি নিজের দৃঢ় মনোভাব দিয়ে এই কেরিয়ারে ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।

Collection From bangla.asianetnews



Related Posts

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে

image

৫ মাসে আপনার জীবন পরিবর্তন করবেন যেভাবে

24/08/2024

Career Advice

২০২৪ শেষ হতে আর মাত্র ৫ মাস বাকি আছে। আসলে ৫ মাসও নেই, আরও কম। আমাদের মধ্যে অনেকেই বছরের শেষে নিজেকে আরও ভালো অবস্থানে দেখতে চান নিশ্চয়ই? সময় এখনও শেষ হয়ে যায়নি। সবার আগে ঝেড়ে ফেলতে হবে হতাশা। আপনাকে বিশ্বাস করতে হবে