Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, কোর্স শেষে থাকছে চাকরির নিশ্চয়তা

image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর আওতায় বিনাখরচে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে ভর্তি চলছে। এ প্রশিক্ষণ কার্যক্রম দেশের ৩৪৭টি সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান রয়েছে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে
১। ইলেক্ট্রিক্যাল
২। ইলেক্ট্রনিক্স
৩। ওয়েল্ডিং
৪। ড্রাইভিং
৫। বিউটিফিকেশন
৬। গ্রাফিক্স ডিজাইন/ওয়েব ডিজাইন
৭। ফ্রিজ/এসি মেরামত
৮। প্লাম্বিং/ মেশন
৯। গার্মেন্টস
১০। ফুড অ্যান্ড বেভারেজ সহ মোট ১৪০টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

কাদের জন্য এই প্রশিক্ষণ

বিজ্ঞপ্তি অনুসারে সেসব নারী ও কর্মক্ষম যুবকের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে তারা এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ট্রেড-ভেদে পঞ্চম থেকে এইচএসসি পাস পর্যন্ত গ্রহণযোগ্য।

প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন যারা

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে দেওয়া এই বিজ্ঞপ্তি বলা হয়েছে, কমপক্ষে ৩০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধা-বঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবেন।

প্রশিক্ষণের সুবিধা

বিনাখরচে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। দৈনিক ১৫০ টাকা করে ভাতা পাবেন। অনগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের জন্য এককালীন ৫০০০ টাকা বৃত্তি। এছাড়াও থাকছে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে কমপক্ষে ৬০ শতাংশের চাকরির সুযোগ।
Collected from Dhakapost



Related Posts

image

কোনোকিছু দ্রুত শেখার উপায় জেনে নিন

01/01/2025

Career Advice

আমরা যখন কোনো নতুন দক্ষতা আয়ত্ত করার কথা চিন্তা করি - হোক তা কোনো বাদ্যযন্ত্র বাজানো, নতুন ভাষা শেখা, বা খেলা - আমাদের বেশিরভাগই পুনরাবৃত্তির দিকে মনোনিবেশ করি। অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে, তাই না? স্নায়ুবিজ্ঞান

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে