চাকরির ভাইভা: যা জানা জরুরি
06/09/2022
1018 Views
এতে প্রার্থী কতটুকু আত্মবিশ্বাসী তা বোঝা যায়।
কথা বলার সময় আঞ্চলিকতা ও হাত নাড়ানো, মাথা চুলকানো ইত্যাদি পরিহার করুন। কোনো প্রশ্ন বুঝতে না পারলে বিনয়ের সঙ্গে আবার জিজ্ঞেস করুন। কোনো প্রশ্নের উত্তর না জানলে বিনয়ের সঙ্গে ‘সরি’ বলুন। কোনোভাবেই গোঁজামিল দিয়ে ভুল উত্তর দিতে যাবেন না। মনে রাখবেন, চাকরি পাওয়ার জন্য ভাইভা বোর্ডে সব প্রশ্নের উত্তর পারতে হবে এমন কোনো কথা নেই। কিছু কঠিন প্রশ্ন করা হতে পারে উত্তর জানার জন্য নয়, বরং সেই পরিস্থিতিতে আপনার মানসিক অবস্থা যাচাই করার জন্য। ভাইভা বোর্ডে যেকোনো ধরনের পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রাখুন। সর্বদা বিনয়ী ও ইতিবাচক মনোভাব প্রদর্শন করুন। নিজে থেকে কখনো হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে যাবেন না, তাঁরা হাত বাড়ালে তবেই হ্যান্ডশেক করবেন। ভাইভা শেষে ধন্যবাদ ও সালাম দিয়ে বের হয়ে আসুন।
ভাইভা টিপস:
নিজের নামের অর্থ এবং নিজের নামের সঙ্গে মেলে এমন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানা
নিজের সম্পর্কে বাংলা/ইংরেজিতে কিছু বলা (একান্ত পারিবারিক বিষয়ে না বলে নিজে কতটুকু দক্ষ, যোগ্য, আত্মবিশ্বাসী ও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সে সম্পর্কে বলা উচিত)
ভাইভার দিনের ইংরেজি, বাংলা, আরবি তারিখ (ওই দিন বিশেষ কোনো দিন/তারিখ হলে সে সম্পর্কে জানা)
নিজ জেলা সম্পর্কে, জেলার বিখ্যাত ব্যক্তি, দর্শনীয় স্থান সম্পর্কে জেনে যাবেন।
যে বিষয়ে অনার্স ডিগ্রি, সে বিষয়ের সাধারণ কিছু জ্ঞান
সংশ্লিষ্ট চাকরিতে অনার্সে পঠিত বিষয়ে অর্জিত জ্ঞান প্রয়োগের ক্ষেত্র
সংশ্লিষ্ট চাকরি ও কাজ সম্পর্কে সাধারণ কিছু জ্ঞান
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, সংবিধান ও সাম্প্রতিক ঘটনাবলি
সাধারণ কিছু ইংরেজি অনুবাদ
নিজের পঠিত বিখ্যাত কিছু বই/সাহিত্যকর্ম সম্পর্কে জানা
বিখ্যাত কিছু কবিতা আবৃত্তি ও গান জানা
চাকরিটা আপনি করবেন কি না অথবা চাকরিটা আপনার কতটুকু প্রয়োজন তা বুঝিয়ে বলা
বাংলাদেশ/মুক্তিযুদ্ধ সম্পর্কে বাংলা/ইংরেজিতে কিছু বলা.
Collected From ajkerpatrika