Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

যে কাজ গুলি আপনার ক্যারিয়ার কে বাঁধাগ্রস্ত করতে পারেঃ জেনে নিন আজই

image


🔹ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে কথা বলা: ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা অফিসে বেশী আলোচনা না করাই শ্রেয়।     এগুলোর অতি কথন আপনাকে সবার কাছে উপহাস বা হালকা ব্যক্তিত্ব হিসাবে পরিচিত করবে।

🔹নিজের অসন্তাষ প্রকাশ্যে না বলা: নিজের বেতন, পজিশন, পদোন্নতি বা যে কোন অসন্তোষ প্রকাশ্যে না বলে বসের সাথে বা যথাযথ কতৃর্পক্ষের সাথে কথা বলা অধিক শ্রেয়।

🔹অতিরিক্ত কৌতূহলী, কৌতুক, ঠাট্টা, মশকরা না করা: অন্যের ব্যক্তিগত ব্যাপারে কৌতূহলী বা নাক না গলানোই বুদ্ধিমানের কাজ। বস বা সহকর্মীর মেজাজ বুঝে নিজস্ব আচরণের মাপকাঠি তৈরী করাই ভালো।

🔹অফিস ভিলেন না হওয়া: অনেকেই ব্যক্তি স্বার্থে আপনাকে ভিলেন হিসাবে ব্যবহার করতে পারে। কাউকে ল্যাং মেরে নিজের উপরে উঠা বা ভালো থাকা নৈতিকতা ও ভবিষ্যত ক্যারিয়ারের জন্য খুবই খারাপ হবে।

🔹সবজান্তার ভাব করা: আপনিই সব কিছু জানেন, বোঝেন, করেন-এ ধরনের মনোভাব আপনার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে।

🔹সব সময় নতুন সুযোগ খোঁজা এবং প্রকাশ করা: এ ধরনের কাজ আপনাকে কতৃর্পক্ষের নিকট অবিশ্বাসী ও অমনোযোগী হিসাবে প্রতিষ্ঠিত করবে।

🔹অন্যের উন্নতিতে বাঁধা হওয়া:অন্যের উন্নতিতে বাঁধা হলে কোম্পানীর সামষ্টিক প্রবৃদ্ধি নষ্ট হয়ে যায়।

🔹নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে জাহির করা: নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসাবে জাহির না করে সব সময় নিজের সেরাটা দেবার চেষ্টা করা ক্যারিয়ারের জন্য খুবই ভালো।

🔹সহকর্মীদের সাথে সহনশীলতা ও সহমর্মিতার অভাব: সহকর্মীর সাথে মার্জিত ব্যবহার করুন। তাদের কে ভালোবাসুন, তাদের কাজ কে সন্মান করুন।তাদের প্রতি সহনশীল হউন।

🔹রাজনীতি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আলোচনা: অফিসে রাজনীতি, ধর্মীয় বিষয়ে অহেতুক আলোচনা ও বাড়াবাড়ি না করাই ভালো। এতে করে আপনি অনেকের কাছে অপ্রিয় হয়ে উঠতে পারেন।

🔹ব্যক্তিগত সুযোগ-সুবিধা গ্রহণ করা: কারও কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া, টাকা বা দরকারী জিনিস ধাঁর নেওয়া। এগুলো আপনার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে।

🔹অহংকারী ও বদমেজাজী হওয়া: অহংকারী ও বদমেজাজী মানুষ কে কেউই পছন্দ করে না। নিজের চেহারা, পোষাক, মেধা, ডিগ্রী, রেজাল্ট, পরিবার, বংশ, সম্পদ নিয়ে অহংকার করা খুবই বাজে কাজ। সবার সাথে উদ্ধত ও অসৌজন্য মূলক আচরণ অবশ্যই বর্জনীয়।

🔹নিজের খেয়াল-খুশি মত কাজ করা: অফিসে নিজের ইচ্ছে মত যা কিছু করা আপনার ক্যারিয়ারে বিপদ ডেকে আনতে পারে। কাজের প্রতি অবহেলা, তাচ্ছিল্য প্রদান করা ঠিক নয়।

🔹মোসাহেবী বা চাটুকারিতা করা: অফিসে বসে চাটুকারিতা করা, কাউকে হেয় করা, প্রকাশ্যে কাউকে বকাঝকা করা, কটুক্তি, ব্যঙ্গ উক্তি করা ভালো ক্যারিয়ার গঠনে খুবই অন্তরায়।

🔹আগের কোম্পানী এবং অভিজ্ঞতা নিয়ে বাড়াবাড়ি করা: সব সময় আগের কোম্পানীর উদাহরণ, সুনাম করা বা অভিজ্ঞতা নিয়ে বেশী বাড়াবাড়ি করা আপনার ক্যারিয়ারের জন্য খারাপ হতে পারে।

এই ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করুন।



Related Posts

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে

image

৫ মাসে আপনার জীবন পরিবর্তন করবেন যেভাবে

24/08/2024

Career Advice

২০২৪ শেষ হতে আর মাত্র ৫ মাস বাকি আছে। আসলে ৫ মাসও নেই, আরও কম। আমাদের মধ্যে অনেকেই বছরের শেষে নিজেকে আরও ভালো অবস্থানে দেখতে চান নিশ্চয়ই? সময় এখনও শেষ হয়ে যায়নি। সবার আগে ঝেড়ে ফেলতে হবে হতাশা। আপনাকে বিশ্বাস করতে হবে