Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা যায়? চাকরির প্রস্তুতিতেও লাগবে টাইম ম্যানেজমেন্ট

image

টাইম ম্যানেজমেন্ট কি?
টাইম ম্যানেজমেন্ট (Time Management) এর বাংলা অর্থ হল সময় ব্যাবস্থাপনা। সত্যিই কি টাইম বা সময়কে ম্যনেজ করা যায়? সত্যি কথা বলতে কি টাইমকে ম্যানেজ করা সম্ভব নয়। তাহলে এখন কি করা যায়?
আসলে আমরা সময়কে ম্যানেজ করতে পারি না ঠিকই কিন্তু চাইলে নিজেদের ম্যানেজ করতে পারি। আমরা এইবার জানবো কিভাবে আমরা নিজেদের ম্যানেজ করার মাধ্যমে সময়কে বা টাইমকে ম্যানেজ করব। 

টাইম ম্যানেজমেন্ট কেন জরুরী?
যদি কারো সময় ব্যাবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকে তাহলে সে তার কোনো কাজেই সফল হবে না। বর্তমানের বিভিন্ন সফল ব্যাক্তিদের নিয়ে ঘাটাঘাটি করলে আমরা বুঝতে পারব যে, তাদের সফলতার অন্যতম কারন সঠিক টাইম ম্যানেজমেন্ট।
আপনি হয়ত চাকরি পাওয়ার জন্য চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, হয়তবা কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন অথবা কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছেন। আমার দৃঢ় বিশ্বাস যে, আপনি কিছু না কিছু করছেন এবং জীবনে সফল হতে চান। 
নিচে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কিত বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে, যারা জীবনে কোনো লক্ষ্য পূরন করতে চায় তাদের একবার হলেও এগুলি জেনে রাখা দরকার।  
এমন কিছু বিষয় যা টাইম ম্যানেজমেন্ট করতে দারুনভাবে কাজে লাগবে- 

লক্ষ্য নির্ধারন
জীবনে সফল হতে গেলে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা অত্যন্ত জরুরী। কে কি করছে দেখার দরকার নেই, এমনটা বলব না। সব কিছুর প্রতি খবর নিয়ে নিজেকে আপডেট রাখা জরুরী। কিন্তু যে যা করছে করুক, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিজের কাজে সফল হওয়ার দিকে যাত্রা শুরু করতে হবে। এক কথায় আপনি যে কাজটি করতে চান সেই কাজের প্রতি ফোকাস করুন এবং লক্ষ্যের প্রতি অটল থাকুন। 
জীবনকে করে তুলুন সহজ
সারাদিন কাজ কাজ বা শুধুই পড়াশোনা করলে জীবন হয়ে উঠবে জেলখানা। তাই জীবনকে সহজ করে তুলতে হবে। মানছি এই কথাটি মুখে শুনতেই ভালো লাগে। চাইলে আপনিও শত ব্যস্ততার মাঝে জীবনকে সহজ করে তুলতে পারবেন। 
মজা, আনন্দ, বন্ধুদের সাথে আড্ডা ভালো না। এটি একটি বাজে ধারনা। কেননা নিজেকে শারিরিক এবং মানসিক দিক থেকে সুস্থ্য রাখতে হলে এই সমস্ত কাজ গুলি করার প্রয়োজন আছে। তবে এটি যেন মাত্রাতিরিক্ত না হয় তার প্রতি নজর রাখতে হবে। এর জন্য কিছুটা সময় বের করে নিলে ক্ষতি কিছু হবে না।  
মনকে শান্ত রাখুন
মনের মধ্যে হিজিবিজি একগুচ্ছ চিন্তা করতে থাকলে আপনি কোনো কাজই ভালো করে করতে পারবেন না। তাই মনকে শান্ত রাখতে পারলে নির্দিষ্ট কাজের প্রতি ফোকাস রাখা সহজ হবে। কাজটিও কম সময়ের মধ্যে হয়ে যাবে এবং খুব ভালো বা আশাপ্রদ হবে।
তাই নিজের মনকে অবশ্যই শান্ত রাখুন। এর জন্য মেডিটেশন ভীষন উপকারী। প্রতিদিন নিয়মিত মেডিটেশন করতে পারলে নিজের মনকে শান্ত রাখা জলভাত। এটি প্র্যাকটিস করতে পারলেই একটি কাজের প্রতি মনকে ধরে রাখা অনেক সহজ হয়ে যাবে। 
মাল্টি টাস্কিং একদম না
প্রথমেই মাল্টি টাস্কিং সম্পর্কে বলি। মাল্টি টাস্কিং বলতে একসাথে অনেকগুলি কাজ করাকে বোঝায়। আপনি কি কোনো দিন একসাথে অনেকগুলি কাজ করেছেন? ভেবে দেখুন।
যদি একসাথে অনেকগুলি কাজ করা হয় তাহলে কোনো কাজেই ভালো ফল পাওয়া যায় না এবং সময় বেশি নষ্ট হয়। এক বারে একটি কাজ করলে কাজটি যেমন ভালো হয় তেমনি কাজটি সময়ের মধ্যে বা কম সময়েই করা হয়ে যায়। 
এইভাবে করতে পারেন টাইম ম্যানেজমেন্ট
একটি আলাদা খাতা করবেন। যাতে প্রতিদিনের শুধুমাত্র দরকারি কাজের লিস্ট থাকবে। যেকাজগুলি আপনার কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ন শুধু সেইসমস্ত কাজগুলিকেই ঐ তালিকায় রাখবেন।
এককথায় আজ আপনি কি কি কাজ করবেন তার তালিকা তৈরি করবেন। এটি আগের দিন রাতে করে রাখলে ভালো হয়। কেননা এটি করলে নির্দিষ্ট দিনে কি কি কাজ করতে হবে এই নিয়ে টেনশন থাকে না। একবার লিস্ট দেখে নিলেই কেল্লে ফতে।  
এটি একদিনে হবে না, আপনাকে এটি প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন একদিনে হয়না কিন্তু একদিন অবশ্যই হয়। এই বিষয়টি যে বুঝতে পারবে তাকে আর আটকায় কে? 
বর্তমানের ডিজিটাল সময়ে আমরা মোবাইলকে কাজে লাগিয়েও এটি করতে পারি। এর জন্য মোবাইলে Google Keep Notes অথবা আরো কিছু App ডাউনলোড করে কাজে লাগাতে পারি। এর জন্য প্লে স্টোরে গিয়ে ‘Keep Notes App’ লিখে সার্চ করলেই বেশ কিছু App পেয়ে যাবেন।

collected from kajkarmo



Related Posts

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে

image

৫ মাসে আপনার জীবন পরিবর্তন করবেন যেভাবে

24/08/2024

Career Advice

২০২৪ শেষ হতে আর মাত্র ৫ মাস বাকি আছে। আসলে ৫ মাসও নেই, আরও কম। আমাদের মধ্যে অনেকেই বছরের শেষে নিজেকে আরও ভালো অবস্থানে দেখতে চান নিশ্চয়ই? সময় এখনও শেষ হয়ে যায়নি। সবার আগে ঝেড়ে ফেলতে হবে হতাশা। আপনাকে বিশ্বাস করতে হবে