ক্যারিয়ার গঠনে দক্ষতা উন্নয়ন কতটা জরুরি
03/06/2024
398 Views
প্রিতময় সেন
বর্তমানে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন ছাড়া জীবনযাত্রার মানোন্নয়ন করা কঠিন। প্রযুক্তির উন্নতির সঙ্গে প্রতিযোগিতাও দিন দিন বাড়ছে। তাই এ প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।
তাই উচ্চশিক্ষা অর্জনের পরও বেশিরভাগ মানুষ বেকার। কারণ একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভালো কোনো দক্ষতা না থাকা।
আমরা সবাই একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করি। তাই ভবিষ্যৎ লক্ষ্য সামনে রেখে আগানোর জন্য আমাদের দক্ষতা উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ বর্তমান চাকরির বাজার অনেক প্রতিযোগিতামূলক।আমাদের পিছিয়ে পড়ার প্রথম কারণ হলো, আমরা নিজেদের অবহেলা করি। নিজেকে সময় দিতে হবে। যে কোনো কিছুর জন্য। প্রচুর ঘাটাঘাটি করতে হবে সব বিষয়ে। এতে নিজের দুর্বলতা এবং আগ্রহ দুটোই জানা যাবে।
কর্মক্ষেত্রে ভালো অবস্থান তৈরি করতে যোগাযোগ দক্ষতাও বাড়াতে হবে। তাছাড়া যার ইংরেজি বলার দক্ষতা এবং উপস্থাপন দক্ষতা ভালো থাকবে, তিনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন।
তাই আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য ঠিক না থাকলে সঠিক পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য থাকতে হবে। তবেই সাফল্য আসবে।
Collected From jagonews24