Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

ED কিভাবে হওয়া যায়? ইডি (ED) অফিসারের কাজ, ক্ষমতা, মাসিক বেতন

image

ED এর সম্পূর্ন নাম কি? (ED Full Form in Bengali)
ED কথার সম্পূর্ন নাম (Full Form)- Enforcement Directorate বা Directorate of  Enforcement যার বাংলা অর্থ ‘আর্থিক তদন্তকারী সংস্থা’। 

ED-ইডি কি? (What is ED in Bengali)
ইডি-ED হচ্ছে ভারতের আর্থিক তদন্তকারী সংস্থা। দেশের কোনো জায়গায় বা ব্যাক্তি বিশেষের মাধ্যমে অর্থনৈতিক তছরূপ হলে ইডির অধীনে কর্মরত বিভিন্ন অফিসাররা তদন্ত শুরু করে। অভিযুক্ত কোনো ব্যাক্তির বাড়িতে, অফিসে Raid করে হিসাব বহির্ভুক্ত টাকা অর্থাৎ কালো টাকা উদ্ধার করে থাকে ED।
ED এর কাজ (What is the Work Of ED) 
ED মূলত অর্থনৈতিক অপরাধমূলক কাজ দমনের কাজ করে। ভারতে হিসাবের বাইরের বিদেশি সম্পত্তি হোক কিংবা মানি লন্ডারিং এর মতো অপরাধ প্রতিরোধ সহ আরো যেসমস্ত কাজ ইডি করে থাকে সেগুলি হলো-
(1) Foreign Exchange Management (FEMA) আইনের লঙ্ঘন হলে ইডি তদন্ত করে।
(2) টাকা পয়সার লেনদেন বিষয়ক তদন্ত করে থাকে ED।
(3) বিদেশি সম্পত্তি বা ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) এর সাথে জড়িত কোনো মামলার তদন্তের কাজ করে ইডি।
(4) FEMA আইনের লঙ্ঘনের কারনে দোষী সাব্যস্তদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করার ক্ষমতা ইডির কাছে থাকে। 
(5) ভারতের বাইরে অন্য কোনো দেশে সম্পত্তি কিনলেও তার সমস্ত তদন্তের কাজ ইডির মাধ্যমে হয়।

ED এর মূখ্য কার্য্যালয় (ED Headquarter and Offices)
দিল্লিতে ED এর মূখ্য কার্য্যালয় রয়েছে। এছাড়া ভারতের পাঁচটি শহরে এর রিজিওনাল অফিস রয়েছে- এগুলি হলো কোলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং চন্ডীগড়। 

ED কিভাবে হওয়া যায়? (How to Become ED)
ইডি অফিসার পদে চাকরির নিয়োগ মূলত দুই ভাবে হয়ে থাকে-

(1) সরাসরি SSC CGL (Combined Graduate level Exam) পরীক্ষার মাধ্যমে।

(2) কেন্দ্র সরকারের অফিসার র‍্যাঙ্কের কোনো চাকরির পদোন্নতির মাধ্যমে।

ইডি নিয়োগ প্রক্রিয়া (ED Recruitment Process)
SSC CGL পরীক্ষার মাধ্যমে ইডি নিয়োগ প্রক্রিয়া- 
Tier-1 পরীক্ষা (200 নম্বর)
Tier-2 পরীক্ষা (200 নম্বর)
Tier-3 পরীক্ষা (100 নম্বর)
Document Verification (নথিপত্র যাচাইকরণ)
ইডি অফিসারের মাসিক বেতন (ED Officer Salary)
একজন ইডি অফিসারের মাসিক বেতন শুরু হয় 60,000 টাকা থেকে। পরে কাজের সময়সীমা এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতন বাড়ে।
ইডি চাকরির বয়সসীমা (ED Age Limit)
ED অফিসার হওয়ার জন্য প্রার্থীর বয়স অবশ্যই 20-27 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে ST, SC শ্রেনিরা ৫ বছরের, OBC শ্রেণিরা ৩ বছরের ছাড় পেয়ে থাকেন। PWD শ্রেণির প্রার্থীরা এই চাকরির জন্য আবেদনযোগ্য নয়। 

ইডি চাকরির যোগ্যতা (ED Eligibility Criteria)
(1) সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
(2) ED হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হয়।
(3) সেইসাথে, ইডি অফিসার হওয়ার জন্য প্রার্থীকে চালাক, ধুর্ত হতে হয় এবং সেইসাথে মানুষকে বোঝার বিশেষ ক্ষমতা থাকতে হয়।  

collected from kajkarmo



Related Posts

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে

image

৫ মাসে আপনার জীবন পরিবর্তন করবেন যেভাবে

24/08/2024

Career Advice

২০২৪ শেষ হতে আর মাত্র ৫ মাস বাকি আছে। আসলে ৫ মাসও নেই, আরও কম। আমাদের মধ্যে অনেকেই বছরের শেষে নিজেকে আরও ভালো অবস্থানে দেখতে চান নিশ্চয়ই? সময় এখনও শেষ হয়ে যায়নি। সবার আগে ঝেড়ে ফেলতে হবে হতাশা। আপনাকে বিশ্বাস করতে হবে