Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

রেলের লোকো পাইলট কিভাবে হওয়া যায়? যোগ্যতা, বেতন, নিয়োগ পদ্ধতি

image

লোকো পাইলট কি? (What is Loco Pilot in Bengali)
ভারতীয় রেল (Indian Rail) এর অধীনে যতগুলি ট্রেন চলে সেগুলির ড্রাইভারকেই লোকো পাইলট (Loco Pilot) বলা হয়। একজন লোকো পাইলটের প্রধান দায়িত্ব হলো ট্রেনটিকে সাবধানতার সাথে চালিয়ে যাত্রীদের নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌছে দেওয়া।
লোকো পাইলট এর চাকরি রেলের বিভিন্ন বিভাগের চাকরির মধ্যে সম্মানের এবং এতে বিভিন্ন অনেক সুযোগ-সুবিধাও পাওয়া যায়।
লোকো পাইলটের বিভিন্ন প্রকার (Various Types of Loco Pilot)
আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি লোকো পাইলটের চাকরি করতে চান তাহলে প্রথমেই আপনি লোকো পাইলটের চাকরি পাবেন না। আপনাকে প্রথমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (Assistant Loco Pilot) হিসেবে যোগ দিতে হবে।
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এর চাকরিতে জয়েন করে কয়েক বছর চাকরি করার পর আপনি সিনিয়র লোকো পাইলট (Senior Loco Pilot) হিসেবে প্রমোশন পাবেন।
সিনিয়র লোকো পাইলট এর কাজ কয়েক বছর করে অভিজ্ঞতা প্রাপ্ত হলে আপনি একজন লোকো পাইলট (Loco Pilot) হতে পারবেন।
লোকো পাইলটের প্রকার এইরুপ-

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (Assistant Loco Pilot)
সিনিয়র লোকো পাইলট (Senior Loco Pilot)
লোকো পাইলট (Loco Pilot)
লোকো পাইলটের বেতন (Loco Pilot Salary)
প্রথম পর্যায়ে একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে চাকরিতে জয়েন করার পর মাসিক বেতন 5200 থেকে 20,000 টাকা, সাথে 1900 টাকার গ্রেড পে দেওয়া হয়। কিন্তু সব মিলিয়ে 30,000 থেকে 35,000 টাকা মতো বেতন থেকে যায়।
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে সিনিয়র লোকো পাইলট এর প্রমোশন হলে তখন বেতন বেড়ে প্রতি মাসে 55,000 থেকে 60,000 টাকা হয়ে যায়।
সবশেষে সিনিয়র লোকো পাইলট থেকে লোকো পাইলট (Loco Pilot) হওয়া যায়, সেই সময় প্রতি মাসে বেতন দেওয়া হয় 90,000 থেকে 1 লক্ষ টাকা।
লোকো পাইলটের বয়সসীমা (Loco Age Limit)
একজন লোকো পাইলটের চাকরির পরীক্ষা দেওয়ার জন্য বা লোকো পাইলট হওয়ার জন্য চাকরিপ্রার্থীর বয়স 18-28 বছর হতে হয়। এক্ষেত্রে ST, SC শ্রেনিরা 5 বছরের, OBC শ্রেনিরা 3 বছরের এবং অন্যান্য সংরক্ষিত শ্রেনিরাও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পায়।
লোকো পাইলটের শিক্ষাগত যোগ্যতা (loco Pilot Qualification in Bengali)
আপনি যদি একজন লোকো পাইলট হতে চান তাহলে আপনাকে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালো বুঝতে হবে। নিচে থেকে ভালো করে বুঝে নিন।
লোকো পাইলট হওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হয়।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন সহ উচ্চতর যোগ্যতা থাকলেও লোকো পাইলট চাকরির জন্য আবেদন করা যায়।
ন্যুনতম মাধ্যমিক পাশের সাথে যেকোনো টেকনিক্যাল কোর্স যেমন ইঞ্জিনিয়ার বা ITI ট্রেড পাশ হতে হয়।
এক্ষেত্রে ITI এর বেশ কিছু ট্রেডের সার্টিফিকেট থাকলে লোকো পাইলট এর চাকরির জন্য আবেদন করা যায়।
আইটিআই (ITI) এর যেসমস্ত ট্রেড সার্টিফিকেট থাকলে একজন লোকো পাইলটের চাকরি করা যায় সেগুলি হলো-

টার্নার, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান, হিট ইঞ্জিন, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, মেকানিক ডিজেল, মেকানিক মোটর ভিহাইকিল, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, মিলরাইট মেন্টেন্যান্স মেকানিক, ওয়ারম্যান, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। 
লোকো পাইলট নিয়োগ প্রক্রিয়া (Loco Pilot Recruitment Process) 
মোট পাঁচটি ধাপের পরীক্ষার মাধ্যমে রেলের লোকো পাইলট এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। 

(1) কম্পিউটার বেসড পরীক্ষা-১ (CBT-1)

প্রশ্ন সংখ্যা থাকে- 75 টি 
সময়সীমা থাকে- 1 ঘন্টা 
প্রশ্নের ধরন- MCQ 
(2) কম্পিউটার বেসড পরীক্ষা-২ (CBT-2)

দুটি পার্টে CBT-2 পরীক্ষা হয়।
পার্ট-১ (Part-1) এবং পার্ট ২ (Part-2)
প্রশ্নের ধরন- MCQ 
(3) কম্পিউটার বেসড অ্যাপ্লিকেশন টেস্ট (CBAT)

CBAT পরীক্ষাতে সাইকোলজিকাল কিছু প্রশ্ন করা হয়। এক্ষেত্রে উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। 

(4) নথিপত্র যাচাইকরণ (Document Verification) 


(5) মেডিক্যাল টেস্ট (Medical Test)

মেডিক্যাল টেস্টের ক্ষেত্রে ভালো করে চোখের দৃষ্টি শক্তি যাচাই করা হয়। সঠিক রঙ চেনার ক্ষমতা আছে কিনা তা পরীক্ষা করা হয়। সেইসাথে শারীরিক ভাবে ফিট থাকতে হয়। 

মেডিক্যাল টেস্টে পাশ করলে লোকো পাইলট হিসেবে চাকরিপ্রার্থীকে নির্বাচন করা হয় এবং ট্রেনিং পিরিয়ড শুরু হয়

collected from kajkarmo



Related Posts

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে

image

৫ মাসে আপনার জীবন পরিবর্তন করবেন যেভাবে

24/08/2024

Career Advice

২০২৪ শেষ হতে আর মাত্র ৫ মাস বাকি আছে। আসলে ৫ মাসও নেই, আরও কম। আমাদের মধ্যে অনেকেই বছরের শেষে নিজেকে আরও ভালো অবস্থানে দেখতে চান নিশ্চয়ই? সময় এখনও শেষ হয়ে যায়নি। সবার আগে ঝেড়ে ফেলতে হবে হতাশা। আপনাকে বিশ্বাস করতে হবে