মাধ্যমিকের পর বিষয় নির্বাচন
27/12/2023
556 Views
এখন মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চ মাধ্যমিকে ভর্তি না হয়ে ITI কলেজগুলিতে ভর্তি হয়ে বিভিন্ন কোর্স করা যায়। কোর্সগুলো শেষে চাকরির সুযোগ থাকে বিভিন্ন ক্ষেত্রে।
রাজ্যে এখন প্রচুর ITI কলেজ রয়েছে। এখানে সরকারি এবং বেসরকারি দুই ধরনের কলেজই আছে। ITI তে নানান রকমের ডিপ্লোমা পড়ানো হয়, তার মধ্যে জনপ্রিয় কয়েকটি কোর্স হল –
(1) কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট
(2) সিভিল ড্রাফটসম্যান এবং মেকানিক্যাল ড্রাফটসম্যান
(3) কার্পেন্ট্রি
(4) কর্পোরেট হাউস কিপিং
(5) প্লাস্টিক প্রসেসিং অপারেটর
(6) মোটর সাইকেল মেকানিক
(7) কম্পিউটার হার্ডওয়্যার অপারেটর
(8) বেকারি এবং কনফেকশনারি
(9) ওয়েল্ডার
(10) প্লাম্বার
(11) ফাউন্ডরী ম্যান ইত্যাদি।
এর মধ্যে নিজের পছন্দের যে কোনো একটি কোর্স নিয়ে পড়ে খুব কম বয়সেই টেকনিশিয়ান হিসেবে চাকরি পেয়ে রোজগার শুরু করা সম্ভব।
Collected From Kajkarmo