Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

মাধ্যমিকের পর কি নিয়ে পড়লে ভালো হয়? আর্টস, সায়েন্স না আইটিআই

image

মাধ্যমিক পরীক্ষার পর কোন বিষয় নিয়ে পড়া ভালো, মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো, মাধ্যমিক পরীক্ষার পরে কি নিয়ে পড়লে ভালো চাকরি পাওয়া যাবে– এমন একগুচ্ছ প্রশ্ন ছাত্র-ছাত্রী এবং তাদের পিতা-মাতার মাথায় ঘুরপাক খায়। তাই আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। 

প্রথমেই জানিয়ে দিই, মাধ্যমিকের পর একজন ছাত্র বা ছাত্রী কোন বিষয় নিয়ে পড়বে সেটা তার নিজস্ব পছন্দ এবং ভালোলাগার উপরে নির্ভর করবে। কেননা আমরা এমন অনেক ঘটনা দেখেছি যেখানে কেউ কেউ জোর করে সায়েন্স নেওয়ার পর তাতে ভালো ভবিষ্যৎ বা রেজাল্ট করতে পারেনি। মাধ্যমিকের পর কি কি বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকছে তা চলুন এবার আমরা জেনে নিই। 


2023 সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মার্চ মাসে। মে মাসের শেষের দিকে সাধারণত ফল প্রকাশ হয়ে থাকে মাধ্যমিকের। কিন্তু এরপরেই আসে সবচেয়ে কঠিন সময়, যখন বিষয় নির্বাচন করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হয়।

মাধ্যমিকের পর অনেক ছাত্র ছাত্রীই বুঝে উঠতে পারেন না ঠিক কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত বা কোন বিষয়ের ভবিষ্যৎ কী। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পেতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মাধ্যমিকের পর বিষয় নির্বাচন- ১ 
মাধ্যমিক দেওয়ার পরেই বেশিরভাগ ছাত্র ছাত্রীই একাদশ শ্রেণীতে ভর্তি হবার বিকল্পটিকে বেছে নেয়। এক্ষেত্রে তিন ধরণের স্ট্রিম থাকে, যেগুলো হল – সায়েন্স, আর্টস এবং কমার্স। এই তিনটি বিভাগের মধ্যে থেকে নিজের পছন্দ মত বিভাগটি নিয়ে পড়াশোনা করতে পারে ছাত্র ছাত্রীরা।

যারা লজিকাল থিংকিং করতে ভালোবাসে, তারা সায়েন্স নিতে পারে। সায়েন্স পড়ার একটা বড়ো সুবিধা হল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে কোনো বিষয় নিয়ে কলেজে ভর্তি হওয়া যায়।

হিসেব নিকেশের মারপ্যাঁচ ভালো লাগলে কমার্স একটি বেশ ভালো বিকল্প।
আবার সাহিত্যের রসাস্বাদন করতে যারা পছন্দ করে, তাদের কাছে আর্টসের কোনও বিকল্প নেই।

তবে বর্তমানে সব বিষয়েই ভালো কেরিয়ার গড়া সম্ভব। তাই নিজের পছন্দ মত বিষয় বেছে নেওয়াই ভালো এক্ষেত্রে।

সায়েন্সের ক্ষেত্রে– অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন, স্ট্যাটিস্টিকস, কম্পিউটার সায়েন্স, বায়ো টেকনোলজি ইত্যাদি বিষয় গুলির মধ্যে যে কোনো চারটি বিষয় নেওয়া যেতে পারে।


কমার্সের ক্ষেত্রে– অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ ইত্যাদি বিষয় থেকে নিজের পছন্দ মত যে কোনো চারটি বিষয় নেওয়া যেতে পারে।

আর্টসের ক্ষেত্রে– ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি বা দর্শন, সংস্কৃত, আরবি ইত্যাদি বহু বিষয় রয়েছে, যার মধ্যে থেকে নিজের পছন্দ মত যে কোনো চারটি বিষয় বেছে নিতে হয়।

যে বিভাগই নেওয়া হোক না কেন, পরিশ্রম এবং ভালো করে সময় দিয়ে বিষয়গুলো না পড়লে ভালো নম্বর পাওয়া সম্ভব নয়। তাই সায়েন্স ভালো না আর্টস ভালো, এই চিরাচরিত বিতর্কে না গিয়ে পড়ুয়াদের উচিত পছন্দের বিষয়কে ভালোবেসে পড়ে, সামনের দিকে এগিয়ে যাওয়া। 
Collected From Kajkarmo



Related Posts

image

কোনোকিছু দ্রুত শেখার উপায় জেনে নিন

01/01/2025

Career Advice

আমরা যখন কোনো নতুন দক্ষতা আয়ত্ত করার কথা চিন্তা করি - হোক তা কোনো বাদ্যযন্ত্র বাজানো, নতুন ভাষা শেখা, বা খেলা - আমাদের বেশিরভাগই পুনরাবৃত্তির দিকে মনোনিবেশ করি। অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে, তাই না? স্নায়ুবিজ্ঞান

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে