বৈষম্যহীন সমাজের স্বপ্ন রাফিয়ার
17/01/2023
1082 Views
বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুলের শিক্ষার্থী রাফিয়া আকতার মীম। নারী শিক্ষা, উন্নয়ন, নারী নির্যাতন, নারী-পুরুষ বৈষম্য দূরীকরণের মতো নানারকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি। ‘লার্ন অ্যান্ড গ্রো’ নামক একটি সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে আছেন রাফিয়া।
গত বছর শুরু হওয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসপায়ার ইনস্টিটিউট আয়োজিত ‘অ্যাসপায়ার লিডার প্রোগ্রামে’ পাঁচটি ধাপ অতিক্রম করে ৫৮টি দেশের শিক্ষার্থীদের পেছনে ফেলে ফাইনালে ৩৩৭ জনে জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘ ছয় মাস চলা এ আয়োজনে অন্তর্ভুক্ত ছিল লিডারশিপ, একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নমূলক বেশকিছু প্রশিক্ষণ। এ ছাড়া ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স ও বিশ্বমানের শিক্ষাবিদদের ক্লাসে অংশগ্রহণের সুযোগ। মূলত বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের আগামীর নেতা হিসেবে গড়ে তুলে সমাজে ইতিবাচক প্রভাব ফেলার লক্ষ্যেই আয়োজনটি পরিচালনা করা হয়।
এরই মধ্যে সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন ক্যাম্পেইন ও প্রজেক্ট যেমন লিঙ্গবৈষম্য দূরীকরণে যুব উন্নয়ন কর্মশালা, বিভিন্ন প্রতিযোগিতা, রাস্তা ও গণপরিবহনে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে প্রচার, শিশুশ্রম এবং বাল্যবিবাহ প্রতিরোধে বেশকিছু প্রজেক্টে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি। যুক্ত আছেন তরুণদের সংগঠন ‘ইভোলিউশন ৩৬০’-এ। সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে কেন এবং কীভাবে যুক্ত হলেন-- এমন প্রশ্নের উত্তরের রাফিয়া বলেন, ‘ছোটবেলা থেকেই সমাজে নেতিবাচক দিকগুলো মেনে নিতে পারিনি আমি। সব সময় চেয়েছি বৈষম্যহীন একটি সমাজ। এ চেতনা থেকেই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া। আমি বিশ্বাস করি, যেকোনো কাজে যথেষ্ট চেষ্টা করলে সফলতা আসে। প্রতিটি কাজে যেমন রয়েছে সীমাবদ্ধতা তেমন রয়েছে সম্ভাবনা। তরুণদের ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগে একটি সুন্দর সমাজ ও সুন্দর পৃথিবী গড়া সম্ভব।’
বর্তমানে একজন ‘অ্যাসপায়ার অ্যালামনাই’ হিসেবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করতে চান রাফিয়া।
Collected From ProtidinerBangladesh