সফল সমবায়ীর ফিরোজ মিয়ার সাফল্য কথা
16/11/2022
870 Views
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলাধীন বৌলতলী ইউনিয়নভূক্ত নওপাড়া গ্রামের একটি দরিদ্র পরিবারে ফিরোজ আলম মিয়ার জন্ম। আর্থিক অস্বচ্ছলতার মধ্যেই ১৯৭৫ সালে তিনি এসএসসি পাস করেন। আর্থিক দৈন্যতার কারনে পড়ালেখা চালিয়ে যেতে না পারায় তিনি ১৯৭৮ সালে নওপাড়া গ্রামে ২০ জন কৃষক নিয়ে “নওপাড়া কৃষক সমবায় সমিতি” গঠন করেন। অতঃপর তিনি বিআরডিবি হতে প্রশিক্ষণ ও প্রশিক্ষণোত্তর ঋণ নিয়ে কৃষিকাজে বিনিয়োগ করেন। বর্তমানে আবর্তক কৃষি তহবিল হতে ঋণ গ্রহণ করে তিনি কৃষি কাজের পাশাপাশি নিজ পুকুরে মাছ চাষ করছেন। বর্তমানে তার ৪ বিঘা কৃষি জমি ও ২ বিঘা মাছ চাষের একটি পুকুরসহ মূলধনের পরিমাণ ৮ লক্ষ টাকা আছে। মাছ চাষ ও কৃষিকাজ হতে তার বার্ষিক আয় প্রায় ৩,৫০,০০০/- টাকা। তার দুই ছেলে ও এক মেয়ে। তারা সকলে কলেজে ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। তিনি এলাকার একজন সফল কৃষক ও মৎস্যজীবি হিসেবে পরিচিত। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে আর্থ- সামাজিক উন্নয়নে বলিষ্ট অবদান রাখছেন। ফিরোজ মিয়া বর্তমানে একজন স্বচ্ছল সমবায়ী। তার এই সফলতার জন্য তিনি বিআরডিবি’র প্রতি চিরকৃতজ্ঞ।
Collected from brdb