এক সংগ্রামী নারী সাহানার সফলতার গল্প
16/11/2022
895 Views
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সদরের বাসিন্দ সাহানা বেগম।। দরিদ্র পরিবারের বেকার যুবক আঃ রশিদের সাথে তার বিয়ে হয়। খুবই আর্থিক কষ্টে তাদের দিন কাটে। ইতোমধ্যে সাহানার কোল জুড়ে আসে একটি ছেলে ও একটি মেয়ে। সংসারের খরচ বাড়লেও, আয় বাড়েনি। এমতাবস্থায় সামান্য কিছু দিয়ে হলেও স্বামীকে সাহায্য করতে চায় সাহানা। সাহানা ভাবে, আশাশুনি বাজারের উপর সাহানার স্বামীর একটা ভাঁঙ্গা দোকান আছে। কিছু নগদ টাকা হলে দোকানটি চালানো যায়। কিন্তু কে দেবে এই নগদ টাকা। ইতোমধ্যে সদাবিক প্রকল্পের মাঠ সহকারী নুরুন্নাহারের সাথে পরিচয় হয় সাহানার। নুরুন্নাহারের পরামর্শ মতে ২০০৫ সালে প্রতিবেশী ২০ জন বিত্তহীন মহিলাকে নিয়ে গঠন করেন “আশাশুনি দক্ষিণ পাড়া বিত্তহীন মহিলা দল”। তিনি ঐ দলের ম্যানেজার নিযুক্ত হন। ঐ বছর এই দলের মাধ্যমে বিআরডিবি’র সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি হতে তিনি ১০,০০০/- ঋণ গ্রহণ করেন। ঐ টাকা দিয়ে দোকানটি মেরামত করে সামান্য মালামাল নিয়ে ব্যবসা শুরু করেন সাহানা। এতে তার প্রতিদিন আয় হতো ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। ঘুরতে শুরু হয় সাহানার ভাগ্যের চাকা। ঋণের কিস্তি পরিশোধ এবং সংসারের টুকিটাকি খরচ করেও বছর শেষে তার পুজিঁ দাঁড়ালো ২৫,০০০/- টাকা। সাহানা এ পর্যন্ত সদাবিক প্রকল্প থেকে তিনবার ঋণ নিয়েছেন। সর্বশেষ ২০১৫ সালে গৃহীত ঋণের পরিমান ৩০,০০০/-টাকা। দলে তার নিজস্ব সঞ্চয় জমার পরিমান ৭,১০০/- টাকা। দোকানদারির পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য গরু, ছাগল, হাঁস, মুরগী পালন করেন সাহানা। বর্তমানে তাদের ২টি গরু, ৪টি ছাগল, ৫টি রাজহাঁস,৬ টি পাতিহাঁস,এবং ছোট বড় ২০টি মুরগী আছে। ঘরের পাশেই আছে একটি ছোট সবজি বাগান। স্বচ্ছল সংসারে স্বামী সন্তান নিয়ে সুখে জীবন কাটছে সাহানার । ছেলে-মেয়ে দুটি স্কুলে পড়ছে, ক্রমেই ব্যবসার প্রসার ঘটছে। তারা স্বামী-স্ত্রী দুজনই বিআরডিবি’র নিকট কৃতজ্ঞ।
Collected from brdb