এখন সময় নিজেকে পরখ করার
15/07/2024
282 Views
প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা পড়ালেখা নিয়ে ভীষণ ব্যস্ত। পরীক্ষা তোমাদের দরজার সামনে কড়া নাড়ছে। ভয় পাওয়ার কিছু নেই। তুমি মনে করবে তুমিই সবচেয়ে ভালো প্রস্তুতি গ্রহণ করেছ। আর সামনে যে কয়টি দিন বাকি আছে এবং পরীক্ষা চলাকালীন যে সময় তুমি পাবে তা তোমার জন্য যথেষ্ট। আশা করি, সব বিষয়ে তোমার প্রস্তুতি নিশ্চয়ই শেষ। এখন সময় নিজেকে আরও একটু পরখ করার। এতদিন যে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছ- তা কতটুকু তোমাকে আত্মবিশ্বাসী করেছে সেটি বাস্তবে বুঝে নেওয়ার চেষ্টা কর। এখন থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন- * পড়ালেখার বাইরে কোনো কাজে নিজেকে না জড়ানো এবং রুটিনমাফিক বাসায় ১২-১৪ ঘণ্টা পড়ালেখা করা। * পরিমিত খাওয়া দাওয়া করা। কোনো ধরনের ফাস্ট ফুডজাতীয় খাবার না খাওয়া। * স্বাস্থ্যবিধি মেনে চলা। যেমন- ঠিক সময় গোসল করা, সময়মতো খাওয়া-দাওয়া করা, ৬ ঘণ্টার বেশি না ঘুমানো, তৈলাক্ত খাবার না খাওয়া, বেশি বেশি পানি পান করা। বাইরে রোদে ঘোরাফেরা না করা। * এ সময় আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে না যাওয়া। * কোনো বিষয়ের কোনো অধ্যায় নিয়ে অস্পষ্টতা থাকলে এখনই শিক্ষকের সঙ্গে কথা বলে অস্পষ্টতা দূর করা। * তোমাদের যেহেতু সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের উত্তর লিখতে হবে, সেহেতু সৃজনশীল পদ্ধতির কোনো দিক অস্পষ্ট থাকলে তা জেনে নিতে হবে। * বাসায় সৃজনশীল পদ্ধতিতে উত্তর লেখার অনুশীলন করতে হবে। * পরীক্ষায় শতভাগ প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো প্রশ্নের উত্তর না লিখে উত্তরপত্র জমা দেবে না।
Collected From Jugantor