আমাদের শিক্ষাক্ষেত্রে একটির পর একটি ঘটনা ঘটেই চলছে। এর যেন অন্ত নেই। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কি চলছে সেটি শিক্ষাসংশ্লিষ্টদের অজানা নয়। পত্রিকার কল্যাণে দেশবাসী; বিশেষ করে অভিভাবকদের তা দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এর সমাধান মিলছে না।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা তৃতীয় শ্রেণি থেকেই শিক্ষার্থীদের কোডিং শেখাবো। আরেকটি পরিকল্পনা করেছি—৬ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং ও ডিজাইন শেখানো হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না। তারা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে। আমরা চাই, প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী সব শিক্ষার্থী যত বিষয়ই পড়ুক না কেন, ভাষা, আইসিটি, সফট স্কিল শিখবে। শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করবে। উদ্যোক্তা হতে শিখবে। মূল্যবোধ শিখবে।’
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হচ্ছে আগামী ১২ মার্চ। চলবে ১৪ মার্চ পর্যন্ত। এবারে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’।
এমপিওভুক্তি, উচ্চতর গ্রেড, এমপিও শিটে নাম-পদবি পরিবর্তনসহ বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাসে বিভিন্ন মাদরাসার শিক্ষকদের কাছে টাকা দাবি করা হচ্ছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের নাম ব্যবহার করে একাধিক প্রতারক চক্র টেলিফোন ও ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে টাকা দাবি করছে। তবে, মাদরাসা শিক্ষা অধিদপ্তর বলছে, কোনো কাজে টাকা দেওয়ার প্রয়োজন নেই।
এসিআই লিমিটেড নিয়ে এলো শিক্ষামূলক ডিজিটাল অ্যাপ মেধাবীর সুপারনোভা ও কিডস ব্রেইন বিল্ডার। গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এসিআই মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ডিজিটাল শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা জাগানো এই অ্যাপ দুটি উদ্বোধন করা হয়।