Facebook Youtube Twitter LinkedIn
...
উপবৃত্তির টাকা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তির টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে। বৃহস্পতিবার (১ জুন) সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তব্যে আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘সামাজিক সুরক্ষার আওতায় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাসিক শিক্ষা উপবৃত্তির হার বাড়িয়ে প্রাথমিক স্তরে ৭৫০ থেকে ৯০০, মাধ্যমিক স্তরে ৮০০ থেকে ৯৫০ ও উচ্চ মাধ্যমিক স্তরে ৯০০ থেকে ৯৫০ টাকায় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।’


সামাজিক সুরক্ষা প্রসঙ্গে বাজেট বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সরকারের মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য এবং বর্তমান আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমকে যৌক্তিকভাবে সাজিয়েছি। আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে কিছু কিছু ক্ষেত্রে উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার পরিবর্তন করা হয়েছে।’


তিনি বলেন, ‘বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭ দশমিক শূন্য এক লাখ থেকে ৫৮ দশমিক শূন্য এক লাখ জনে এবং মাসিক ভাতার হার ৫০০ টাকা থেকে ৬০০-তে উন্নীত করা হয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীত নারী ভাতাভোগীর সংখ্যা ২৪ দশমিক ৭৫ লাখ থেকে ২৫ দশমিক ৭৫ লাখ জনে এবং মাসিক ভাতার হার ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা করা হয়েছে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৩ দশমিক ৬৫ লাখ থেকে ২৯ লাখ জনে বৃদ্ধি করা এবং প্রতিবন্ধী ডাটাবেজের আওতাভুক্ত সবাইকে এ ভাতার আওতায় আনা হয়েছে।’

হিজড়া জনগোষ্ঠীর ভাতাভোগীর সংখ্যা চার হাজার ৮১৫ থেকে ছয় হাজার ৮৮০ জনে উন্নীত করা এবং বিশেষ ভাতাভোগীর সংখ্যা দুই হাজার ৬০০ থেকে পাঁচ হাজার ৬২০ জনে বৃদ্ধি; অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা ৬৯ হাজার ৫৭৩ থেকে ৮২ হাজার ৫০৩ জনে বৃদ্ধি করা এবং বিশেষ ভাতাভোগীর সংখ্যা ৪৫ হাজার ২৫০ থেকে ৫৪ হাজার ৩০০ জনে উন্নীত করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এ ছাড়া উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা মোট ২১ হাজার ৯০৩ থেকে ২৬ হাজার ২৮৩ জনে বৃদ্ধি করার প্রস্তাব করা হয়।

Collected From banglatribune