Facebook Youtube Twitter LinkedIn
...
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তিন বছরে কর্মসংস্থান ১০ লাখ মার্কিনের

ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরাম (আইপিবিএফ) গঠনের পর থেকে প্রায় ১০ লাখ মার্কিন নাগরিকের চাকরির সুযোগ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ২০১৮ সালের জুলাইয়ে প্রথম এ ফোরাম গঠন করে। বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সক্রিয় ১২ হাজারের বেশি মার্কিন কোম্পানিকে সহায়তা দিয়েছে। শুধু ভারতে চলতি বছরে ২০ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন দুই জায়ান্ট গুগল ও অ্যামাজন।
গত ২৮ ও ২৯ অক্টোবর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক আইপিবিএফ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। স্বাধীন, শক্তিশালী ও সমৃদ্ধ দেশগুলোকে নিয়ে একটি অবাধ ও মুক্ত অঞ্চল হিসেবে ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার জন্য যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনা তুলে ধরে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ফ্যাক্ট শিটে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের অন্যান্য সংস্থার অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ হিসেবে ৭৬০ কোটি ডলার দিয়েছে। এতে গত দুই বছরে প্রায় ৫০ হাজার আমেরিকানের চাকরির সংস্থান হয়েছে।
ফ্যাক্ট শিটের তথ্য অনুযায়ী, দুই দিনব্যাপী এ ফোরামে এনার্জি এবং অবকাঠামো, ডিজিটাল ইকোনমি, মার্কেট ক্যানেক্টিভিটি, করোনার কারণে হুমকিতে পড়া স্বাস্থ্য এবং অর্থনীতি পুনরুদ্ধার, যুক্তরাষ্ট্র-ইন্দো-প্যাসিফিক পার্টনারশিপ এবং বাণিজ্যিক সুযোগ-সুবিধা একই সঙ্গে নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশেষভাবে উঠে আসে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের তথ্য অনুযায়ী, শুধু ভারতে চলতি বছরে ২০ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের ঘোষণা দেয় মার্কিন দুই জায়ান্ট গুগল ও অ্যামাজন। গুগল বাজার ধরতে চলতি বছরেই বিনিয়োগ করবে ১০ বিলিয়ন ডলার। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে অ্যামাজন ঘোষণা দেয় ছোট আকারে ডিজিটাল মার্কেট তৈরি করতে ভারতে তারা ডিজিটাল অপারেশনে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
তৃতীয় আইপিবিএফ আয়োজনে উচ্চ প্রভাব সৃষ্টিকারী বেসরকারি খাতে বিনিয়োগ এবং বাজার প্রতিযোগিতায় সহায়তা দিতে সরকারি প্রয়াস, চাকরি বৃদ্ধি ও এ অঞ্চলের বৃহত্তর সমৃদ্ধির লক্ষ্যে উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, বাণিজ্যমন্ত্রী উইলবার রস এবং জ্বালানিমন্ত্রী ড্যান ব্রুইলেট ফোরামে বক্তব্য রাখেন। ফোরামে যুক্তরাষ্ট্র এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে ২ হাজার ৬০০ ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধি যোগ দিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৫ জন রাষ্ট্রদূত ফোরামে যোগ দেন।
Collected from
bonikbarta.