চাকরি স্থায়ী করার দাবিতে দিনভর বিক্ষোভ দেখিয়েছে রাষ্ট্রীয় গ্যাস খনিজ সম্পদ অনুসন্ধান কোম্পানি বাপেক্সের একদল কর্মী।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে তারা এ কমর্সূচি পালন করেন।
বিক্ষোভকারীরা চাকরি স্থায়ীকরণের দাবির পাশাপাশি কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর অপসারণও দাবি করেন।
বিক্ষোভকারীদের একজন বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশে বাপেক্সের ১৪টি কার্যালয়ে পাঁচ শতাধিক জনবল রয়েছে, যাদের চাকরি স্থায়ী হয়নি। কর্তৃপক্ষ এদের স্থায়ী নিয়োগ না দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ চালাচ্ছেন।”
আরেকজন অভিযোগ করেন, সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর ধরে এসব কর্মীরা অস্থায়ী ভিত্তিতে বাপেক্সে চাকরি করে আসছেন। কর্তৃপক্ষ নানা ছলছাতুরি করে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করছে।
যোগাযোগ করা হলে কোম্পানি সচিবালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল বশর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনি জটিলতার কারণে বাপেক্সে নতুন করে কর্মী নিয়োগ দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অনেকে আদালতের নির্দেশনা এনে চাকরি স্থায়ী করেছেন।
“আমরা আগেও বলেছি, এখনও বলছি- কেউ যদি কোর্টের অর্ডার আনতে পারে তাহলে আমরা উদ্যোগ নেব। অন্যথায় বিধি সংশোধনজনিত কিছু জটিলতার কারণে নিয়োগ দেওয়া যাচ্ছে না।”
Collected from bdnews24