Facebook Youtube Twitter LinkedIn
...
কর্মী ছাঁটাইয়ের সময় ৬ হাজার কর্মী নিয়োগ দিচ্ছে যে প্রতিষ্ঠান

বিশ্বে চিপ তৈরির সবচেয়ে বড় প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (টিএসএমসি) চলতি বছর ছয় হাজার নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে।
সম্প্রতি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে বড় প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান ইতিমধ্যে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে টিএসএমসির নতুন কর্মী নিয়োগের এ ঘোষণা একটি বড় সুখবর হয়েই এসেছে।
গতকাল শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়ে টিএসএমসি বলেছে, তাদের কোম্পানি তরুণ প্রকৌশলী নিয়োগ দেবে। তাইওয়ান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার–সংক্রান্ত বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা ডক্টরেট ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হবে। এ পদে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের গড় বেতন হবে ৬৫ হাজার ৫৭৮ মার্কিন ডলার।
ইলেকট্রনিকস পণ্যের চাহিদা কমে যাওয়ায় এবং কিছু চিপের ঘাটতির কারণে সেমিকন্ডাক্টর শিল্পেও মন্দা চলছে। এসব কারণে গত বছরের শেষের দিক থেকে বিশ্বের বেশ কয়েকটি চিপ কোম্পানি বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। তবে অ্যাপলের জন্য উন্নত চিপ তৈরি করার কারণে টিএসএমসি মন্দার প্রভাব থেকে কিছুটা রক্ষা পেয়েছে।
এদিকে আরেকটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল করপোরেশন সম্প্রতি ঘোষণা দিয়েছে, প্রতিষ্ঠানটি তাদের মধ্যস্তরের কর্মী ও নির্বাহীদের বেতন ৫ থেকে ২৫ শতাংশ কমিয়ে দেবে।
Collected from prothomalo