Facebook Youtube Twitter LinkedIn
...
বাংলাদেশ ব্যাংকের একটি পদের ব্যবহারিক পরীক্ষা ১১ মার্চ

বাংলাদেশ ব্যাংকে ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটরের (জেনারেল) ৫০টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার আসনবিন্যাস ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ১১ মার্চ অনুষ্ঠিত হবে।
রাজধানীর বনানীতে এআইইউবি ইনস্টিটিউট অব কন্টিনিউয়িং এডুকেশনে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১৮। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টের প্রবেশপত্রই ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
প্রার্থীকে ছয় ডিজিটের পূর্ণাঙ্গ রোল নম্বর যথাযথভাবে মিলিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্রে কোনো কাগজ, বই, মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট, মানিব্যাগ/ ওয়ালেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষা চলাকালে প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Collected from prothomalo