Facebook Youtube Twitter LinkedIn
...
কুয়েতে ২৫ বাংলাদেশিকে ট্রাভেল এজেন্সির প্রশিক্ষণ সনদ দেওয়া হলো

মধ্যপ্রাচ্যের শ্রমিক রপ্তানিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ কুয়েত। অর্থনীতির মন্দাভাব কাটিয়ে করোনার পরবর্তী বিভিন্ন সেক্টরে ভালো ভালো চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি ট্রাভেল এজেন্সির পেশায় প্রশিক্ষণ নিয়ে অবসর সময়ে পার্ট-টাইম চাকরি হিসেবে বাড়তি আয়ের সুযোগও রয়েছে এ পেশায়। দেশটিতে উল্লেখযোগ্য কোনো পর্যটন ও দর্শনীয় স্থান না থাকায় ধনী এ দেশটির নাগরিক ও প্রবাসীরা ভ্রমণে যান পৃথিবীর বিভিন্ন দেশে। ফলে ট্রাভেল এজেন্সির ব্যবসায় রয়েছে ব্যাপক চাহিদা।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির ফরওয়ানিয়া স্কাইর্টাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত বাহার উল্লাহ সুমন, মোহাম্মদ ইব্রাহীম খলিল রিপন, শাহজাহান, মাঈন উদ্দিন, আনোয়ার, সাইফুল আলম, মোহাম্মদ মুসা, রুবেল রানাসহ মোট ২৫ জন বাংলাদেশি প্রবাসীকে সনদ ও সম্মাননা দেওয়া হয়।
স্কাইর্টাচ ট্রাভেল ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মো. হোসনে মোবারকের সভাপতিত্বে ও মোহাম্মদ ইব্রাহীম খলিল রিপনের সঞ্চলানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবুবক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নবাগত বিমানের অ্যাস্টিশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম কমিউনিটি নেতা সামসু হক, ফেনী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন মজুমদার প্রমুখ। উপস্থিত অতিথিরা প্রবাসীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। 
এসময় কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবুবক্কর সিদ্দিক বলেন, কুয়েতে বাংলাদেশি মালিকানাধীন সেরা ট্রাভেল এজেন্সিগুলোর কয়েকটার মধ্যে একটি স্কাইর্টাচ ট্রাভেল ট্যুরিজম। আমি আসার পর প্রতি সপ্তাহে দুইটি ফ্লাইট ছিল। তবে কুয়েতে যাত্রীদের চাহিদা বেশি হওয়ায় সিভিল এভিয়েশনে আমি সাতটি ফ্লাইটের আবেদন করি। এছাড়া কুয়েত-চট্টগ্রাম রুটের জন্য আবেদন করেছি। আশাকরি সেটি চালু হলে একটি যাত্রী এবং একটি কার্গো ফ্লাইট পাব।
Collected from dhakapost