কলকাতা: গ্রুপ ডি-র পর চাকরি বাতিল নবম-দশমের। ৬১৮ সুপারিশ বাতিলের তালিকা প্রকাশ করল এসএসসি। নবম দশম শিক্ষক নিয়োগে ৮০৫ জনের মধ্যে ৬১৮ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।এদের মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করছে কমিশন। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ মেনে 'ভুল' সুপারিশ খুঁজে তালিকা প্রকাশ করে এসএসসি। ৯৫২ বিকৃত OMR শিট তথ্য সামনে আসে। ৮০৫ জনের সুপারিশ চিহ্নিতকরণ হয়। সোমবার ৬১৮ সুপারিশ তালিকা প্রকাশ হয়।
নিয়োগে অনিয়মের অভিযোগে জেলায় ৪০ জনেরও বেশি গ্রুপ ডি কর্মীর চাকরি বরখাস্ত হয়েছে ইতিমধ্যেই। কলকাতা হাইকোর্টের নির্দেশে কমিশনের তরফ থেকে গত শুক্রবার চাকরি বাতিল হওয়া কর্মীদের নামের তালিকা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়। চাকরি বাতিলের তালিকায় রয়েছে রাজ্যের ১৯১১ জনের নাম। শুধু বালুরঘাট জেলারই প্রায় ৪২ জন গ্রুপ ডি কর্মীর নাম রয়েছে।
স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি-তে সদ্য চাকরি হারিয়েছেন ১৯১১ জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার মুহূর্তের মধ্যে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তি দিয়ে এই ১৯১১ জনের চাকরি বাতিলের কথা জানানোর জন্য এসএসসি-কে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই থেকে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মধ্য থেকে চাকরি দেওয়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশের ফলে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা আংশিকভাবে খুশি, কারণ তাঁরা চাইছেন 'ওয়েটিং লিস্ট' চাকরিপ্রার্থীদের নিয়োগ হোক। এই রায়ের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর তাঁদের ভরসা আরও বেড়েছে বলে জানিয়েছেন তাঁরা। সেই 'ওয়েটিং লিস্ট'-ও প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ১৪৪৪ জনের নাম-সহ তালিকা গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে এসএসসি। কবে কাউন্সেলিং হবে তা দ্রুত জানানো হবে বলে জানানো হয়েছে এসএসসির তরফে। এর মধ্যে যদি কারও ওএমআর শিট টেম্পারিংয়ের ঘটনা ঘটে তাহলে হাইকোর্টের নির্দেশ মতোই পদক্ষেপ করা হবে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।