দেশে নিবন্ধিত এনজিও ২ হাজার ৫৫৪ : মোজাম্মেল হক
বর্তমানে দেশে নিবন্ধিত বেসরকারি সংস্থা বা এনজিওর সংখ্যা ২ হাজার ৫৫৪টি। এর মধ্যে দেশি এনজিও ২ হাজার ২৮৯টি ও বিদেশি এনজিও ২৬৫টি। সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, এনজিও-বিষয়ক ব্যুরো কর্তৃক কেবল বৈদেশিক অনুদানে পরিচালিত দেশীয় এবং আন্তর্জাতিক এনজিওদের নিবন্ধন দেওয়া হয়। বর্তমানে এনজিও-বিষয়ক ব্যুরোর অধীনে বৈদেশিক অনুদানে পরিচালিত নিবন্ধিত এনজিওর সংখ্যা ২ হাজার ৫৫৪টি। তার মধ্যে দেশি এনজিওর সংখ্যা ২ হাজার ২৮৯টি এবং বিদেশি এনজিওর সংখ্যা ২৬৫টি।
বিদেশি এনজিওগুলো তাদের কর্মতৎপরতা সম্পর্কে সরকারের কাছে কোনো রিপোর্ট জমা দেয় কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, হ্যাঁ, বৈদেশিক অনুদানে পরিচালিত দেশি এবং বিদেশি এনজিওগুলোকে এনজিওদের জন্য অনুসরণীয় বিদ্যমান ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬’ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০২১ সালের ২৫ নভেম্বর জারিকৃত পরিপত্রের আলোকে সরকারের সংশ্লিষ্ট সবার নিকট রিপোর্ট দিতে হয়। সে অনুযায়ী বিদেশি এনজিওসমূহ নিয়মিত রিপোর্ট দিয়ে থাকে।
Collected from protidinerbangladesh