Facebook Youtube Twitter LinkedIn
...
সূচকের সঙ্গে লেনদেন কমেছে শেয়ারবাজারে

দেশের শেয়ারবাজারে লেনদেনের উত্থান ধারা বেশিদিন টেকসই হয়নি। দুই দিনের ব্যবধানে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেশিরভাগ সূচকের পতন হয়েছে। একই সঙ্গে পতন হয়েছে লেনদেনের। এদিন অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন‌্য দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।


ডিএসইতে মোট ৩৬০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৬ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১০০ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৫৯০ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৪ কোটি ২৯ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৭৬ পয়েন্টে, সিএসসিএক্স ৪ পয়েন্ট কমে ১১ হাজার ৭২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে।


সিএসইতে ১৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ৮৯টির। দিন শেষে সিএসইতে ১১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Collected From Rising.bd