তিউনিসিয়ায় অর্থনৈতিক সংকটের মধ্যে বাড়ছে বেকারত্ব
বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নেয়া পদক্ষেপের কারণে তিউনিসিয়ার অর্থনীতিতে সংকট আরো তীব্র হয়েছে। এ অবস্থায় চাকরি হারাচ্ছে দেশটির হাজার হাজার মানুষ। মহামারীর প্রথম ঢেউয়ে (মার্চ-জুন) তিউনিসিয়ায় ১ লাখ ৬৫ হাজার মানুষ চাকরি হারায় বলে জানান দেশটির নিয়োগদাতাদের সংগঠন ইউটিআইসিএর বোর্ডের সদস্য বেছির বাউজডে। খবর সিনহুয়া।
সরকার ও জাতিসংঘের যৌথ এক জরিপে দেখা গেছে, তিউনিসিয়ার বেকারত্বের হার বৃদ্ধি পেয়ে ১৮ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। ভয়ের বিষয় হলো, চলতি বছরের শেষ নাগাদ এ হার ২০ শতাংশে গিয়ে ঠেকতে পারে। বাউজডে বলেন, চলমান সংকটের মধ্যে দেশের প্রায় এক-তৃতীয়াংশ ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। মূলত তিউনিসিয়া মহামারীর আগে থেকেই অর্থনৈতিক সংকটের পাশাপাশি উচ্চ বেকারত্ব হারের বিরুদ্ধে লড়াই করে আসছে। কিন্তু করোনা নতুন করে এ সংকট তীব্রতর করেছে।
জাতীয় পরিসংখ্যান দপ্তরের উপাত্ত অনুযায়ী, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পতন হয় ২১ দশমিক ৬ শতাংশ। বিশেষ করে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে পর্যটন খাত।