Facebook Youtube Twitter LinkedIn
...
চাকরি দেওয়ার নামে প্রতারণা: নওগাঁয় আটক ১

চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁর বদলগাছি উপজেলায় এক জনকে আটক করেছে র‌্যাব।
বুধবার গভীর রাতে নওগাঁর বদলগাছি উপজেলার গোয়াল ভিটা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা।
আটক হাসান তৌফিক প্যালেস (৪২) একই উপজেলার পারিচা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।
র‌্যাব কর্মকর্তা মাসুদ রানা জানান, তৌফিক প্যালেস তার সঙ্গে আরো ৭-৮ জনকে নিয়ে একটি প্রতারক চক্র গড়ে তোলেন। তারা ২০১৬ সাল থেকে গ্রামাঞ্চলের শিক্ষিত বা অর্ধশিক্ষিত বেকার তরুণ-তরুণী ও তাদের অভিভাবকদের কাছ থেকে চাকরি দেওয়ার প্রলোভন, জাল নিয়োগপত্র প্রদানসহ নানা ধরনের প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।
এই ধারাবাহিকতায় কয়েকদিন আগে প্যালেস পাঁচ লাখ টাকার বিনিময়ে এক ভুক্তভোগীকে (ভুক্তভোগীর সম্মান রক্ষার্থে র‌্যাব তার নাম পরিচয় গোপন করেছে) সরকারি হাসপাতালের ওয়ার্ড বয় পদে একটি নিয়োগপত্র দেন। পরে ভুক্তভোগী সেই নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে গেলে তা ভুয়া প্রমাণিত হয়।
এ ব্যাপারে সেই ভুক্তভোগী অভিযোগ করলে তদন্তে প্রতারণার সত্যতা পাওয়া গেলে প্যালেসকে আটক করে র‌্যাব।
পরে বৃহস্পতিবার ভোরে আটক প্যালেসকে বদলগাছি থানায় হস্তান্তর করা হয় বলেও জানান র‌্যাব কর্মকর্তা মাসুদ রানা।
Collected from bdnews24