Facebook Youtube Twitter LinkedIn
...
অপেক্ষারত ১৪০০ জনই পেতে পারেন চাকরি, কাউন্সিলিং শুরু SSC-র

Kolkata: এসএসসি তরফে জানানো হয়েছে, অপেক্ষমান সকলেই চাকরি পাবেন। নিয়োগ দুর্নীতির মারপ্যাঁচে মামলা থাকা সত্ত্বেও বড় পদক্ষেপ এসএসসির।
 অপেক্ষারত চাকরি প্রার্থীদের এবার চাকরির প্রক্রিয়া শুরু করল এসএসসি (SSC)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে শরীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং। প্রায় ১ হাজার৬০০-র বেশি পদ তৈরি হয়েছে। আর অপেক্ষারত সংখ্যা ১ হাজার ৪০০ মতো। অপেক্ষমান সকলেই চাকরি পাবেন। নিয়োগ দুর্নীতির মারপ্যাঁচে মামলা থাকা সত্ত্বেও বড় পদক্ষেপ এসএসসির।
এসএসসি সূত্রে খবর, আপার প্রাইমারি শরীরশিক্ষা-কর্মশিক্ষায় অপেক্ষমান চাকরি প্রার্থীদের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০-র মতো। দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে তাঁরা শহিদ মিনারের নীচে অবস্থানে বসেছিলেন কোর্টের অনুমতি নিয়ে। পরবর্তীতে যদিও অবস্থান উঠে যায়। সরকার বলেছিল, তারা চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়।
সেই অতিরিক্ত শূন্যপদের সংখ্যা ১হাজার ৬০০। তারমধ্যে ৮৫০ টি শূন্যপদ রয়েছে কর্মশিক্ষায় এবং ৭৫০ শূন্যপদ রয়েছে শরীরশিক্ষায়। এই চাকরি প্রার্থীরা ২০১৬ সালে প্রথম পরীক্ষায় বসেছিল। তারপর এদের জন্যই ১হাজার ৬০০টি শূন্যপদ তৈরি হয়। তবে অপেক্ষমান চাকরি প্রার্থীর সংখ্যা ১ হাজার ৪০০ মত। এই চাকরিপ্রার্থীদেরই আজ কাউন্সিলিং। হিসেব বলছে এদের প্রত্যেকেরই চাকরি হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। জানা গিয়েছে, সাক্ষাৎকার পর্বের পর এদের সুপারিশ করা হবে ও নিয়োগপত্র দেওয়া হবে।
প্রসঙ্গত নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কাউন্সিলিং করে তাঁদের নিয়োগপত্র দেওয়ার কথা। মুলত রাজ্য মন্ত্রিসভায় বৈঠক করে আগেই শূন্যপদ তৈরি করা হয়েছিল।  শরীরশিক্ষা ও কর্মশিক্ষার ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের জন্য এই পদ তৈরি করা হয়েছিল। পুজোর আগেই বিজ্ঞাপন দিয়ে এই পদগুলিতে নিয়োগের কথা জানিয়েছিল এসএসসি। তার এক মাস যেতে না যেতেই নিয়োগের সিদ্ধান্ত নিয়ে নিল স্কুল সার্ভিস কমিশন।
Collected from tv9bangla