Facebook Youtube Twitter LinkedIn
...
সৌদি প্রবাসী ব্যবসায়ীরা নিবন্ধিত না হলে শাস্তি

থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি সরকার এটিকে ব্যবসা-বাণিজ্য সংশোধন এবং নিয়মিতকরণের সুযোগ হিসেবে দেখছে। গতকাল শনিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল গত এপ্রিল থেকে এ বিষয়টি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের অবহিত করা হয়েছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বিষয়ে সৌদি আরবের ব্যবসা-বাণিজ্য, আইন ও বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন বিষয়ে অভিজ্ঞ সৌদি আইনজীবীর সঙ্গে একাধিক আলোচনা অনুষ্ঠান এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করেছে।
উল্লিখিত আইনের আওতায় আগামী ২৩ আগস্টের মধ্যে অনলাইন নিবন্ধনের বাধ্যবাধকতা এবং নিবন্ধন না করলে পরবর্তীতে শাস্তির বিষয়টি উল্লেখ করে ইতোমধ্যে দূতাবাস এবং কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন প্রদেশ ও বড় বড় শহরে দূতাবাসের কন্স্যুলার সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের এ আইনের বিষয়ে নিয়মিত অবহিত করা হচ্ছে।
সৌদি আরব বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এ আইনের বিষয়ে সভা অনুষ্ঠান এবং দূতাবাসের ইকনোমিক কাউন্সেলর কর্তৃক প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ীদের এ বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এ আইনের বিষয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে দূতাবাসের ইকনমিক উইং কর্তৃক গত ২ আগস্ট থেকে প্রতিদিন ওয়েবিনার আয়োজন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা আগামী ২৩ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।
এ বিষয়ে সৌদি আরবের বিভিন্ন চেম্বার, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আয়োজিত ওয়েবিনারের লিংক ও বিস্তারিত জানার জন্য সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশি ব্যবসায়ীদের দূতাবাস ও কন্স্যুলেট জেনারেল অফিসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নিয়মিত ভিজিটের অনুরোধ জানানো জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
Collected from kholakagojbd