Facebook Youtube Twitter LinkedIn
...
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: ওয়ারউইক চ্যান্সেলর স্কলারশিপ

গুণগত শিক্ষার মান এবং বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য ওয়ারউইক বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী সমাদৃত। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য চ্যান্সেলর স্কলারশিপ দিচ্ছে। এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করার সুযোগের পাশাপাশি সাড়ে তিন বছরের খরচ, রিসার্চ, ট্রেনিং, সাপোর্টিং ফিসহ নানা সুযোগ-সুবিধা লাভ করবেন। 

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে 
অ্যাডাল্ট এডুকেশন অ্যান্ড লাইফ লং লার্নিং, মোবিলিটি টেকনোলজিস, অ্যাপ্লাইড ল্যাঙ্গুয়েস্টিক, অ্যাপ্লাইড স্ক্রিন স্টাডিজ, ক্যারিবিয়ান স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট, কেমিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ডিসকোর্স স্টাডিজ, ইকোনমিকস, এডুকেশন, এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এমপ্লয়মেন্ট রিসার্চ, ইংলিশ অ্যান্ড কমপারেটিভ স্টাডিজ, ফিন্যান্স, ফ্রেঞ্চ স্টাডিজ, জার্মান স্টাডিজ, হিসপেনিক স্টাডিজ, ইতিহাস, আর্ট হিস্ট্রি, ইতালিয়ান, ল, লাইফ সায়েন্স, ম্যাথমেটিকস অব সিস্টেম, দর্শন, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, জেন্ডার স্টাডিজ। 
আবেদনের যোগ্যতা
যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই।
আবেদনকারীকে ভালো ফলাফলধারী হতে হবে।
২০২৩ সালের অক্টোবরের শিক্ষাবর্ষে পিএইচডিতে ভর্তি হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের যেকোনো সাবজেক্টে আবেদনকারী অধ্যয়ন করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এমফিল বা পিএইচডি ১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। 
প্রয়োজনীয় কাগজপত্র
পরিচয়পত্র ও ট্রান্সক্রিপট
৫০০ শব্দের রিসার্চ প্রপোজাল
৩০০ শব্দের পারসোনাল স্টেটমেন্ট
৫০০ শব্দের স্টেটমেন্ট অব পারপোস
দুটি রেফারেন্স লেটার
পাসপোর্টের কপি
প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস 
আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে কোর্স অ্যাপ্লিকেশন ও সাপোর্টিং ডকুমেন্টস জমা দিতে হবে।
আবেদনকারীকে ই-মেইলে ৭ ডিজিটের অ্যাপ্লিকেন্ট আইডি নম্বর পাঠানো হবে।
আইটিইএস অ্যাপ্লিকেন্ট আইডি রেজিস্ট্রার করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
ডেডলাইনের আগে স্কলারশিপ অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। 
অ্যাপ্লিকেশনের শেষ সময় ১২ ডিসেম্বর, ২০২২। স্কলারশিপ আবেদন শেষ তারিখ ১৪ ডিসেম্বর, ২০২২। সাপোর্টিং ডকুমেন্ট জমাদানের
শেষ তারিখ: ৫ জানুয়ারি, ২০২৩
Collected from dailyjagaran