Facebook Youtube Twitter LinkedIn
...
বাংলাদেশ ব্যাংকে ২০০ অফিসার নিয়োগের পরীক্ষা ২ ডিসেম্বর

বাংলাদেশ ব্যাংকে অফিসার (জেনারেল) পদে ২০০ জন নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২ ডিসেম্বর ২০২২ (শুক্রবার)। বহু নির্বাচনী প্রশ্নপত্রে (এমসিকিউ) ১ ঘণ্টাব্যাপী এই পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। প্রার্থীর রোল অনুযায়ী ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে একযোগে বাছাই পরীক্ষা নেওয়া হবে।  
অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষা হয় তিনটি ধাপে- প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক।
বাছাই পরীক্ষার প্রথম ধাপে হয় ১০০ নম্বরের প্রিলিমিনারি (এমসিকিউ)। এই ধাপে সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার ও তথ্য-প্রযুক্তির ওপর প্রশ্ন করা হয়।
বাংলাদেশ ব্যাংকে অফিসার (জেনারেল) পদে সাধারণত যারা নিয়োগ পান, তাঁরা এই ব্যাংকের বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পান।  
উল্লেখ্য, গত বছরের ১৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি হলেও বাছাই পরীক্ষা দীর্ঘদিন ধরে ঝুলে ছিল।  
Collected from kalerkantho