Facebook Youtube Twitter LinkedIn
...
প্রশ্নকর্তা-মডারেটর নিয়োগে আরও সতর্ক হতে হবে: শিক্ষামন্ত্রী

এইচএসসির বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্নের ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এরপর থেকে প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরও সতর্ক হতে হবে।’
বুধবার (৯ নভেম্বর) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে ‘একাত্তরে গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নকর্তা ও মডারেটর হিসেবে আমরা কাদের দায়িত্ব দিচ্ছি, সেই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। সব শিক্ষা বোর্ডকে আরও সতর্ক হতে হবে। আমাদের সিস্টেম আরও ভালো করতে হবে।’
তিনি বলেন, ‘বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে, তাতে যুক্তদের আমরা এরইমধ্যে চিহ্নিত করেছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন সেট করেছেন কারা, প্রশ্ন মডারেট করেছেন কারা, সেগুলো সেটা করা হয়েছে।’
দীপু মনি বলেন, ‘তদন্ত চলছে। এটা দেখা অবশ্যই দরকার। এটা কী অবহেলাজনিত নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, সেই বিষয়ে তদন্ত চলছে। যদি অবহেলা থাকে কিংবা ইচ্ছাকৃতভাবে করা হয়, দুটির কোনোটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।’
ভবিষ্যতে এমন যেন কিছু না হয় সেই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এখন প্রশ্নের পুরো প্রক্রিয়া যেভাবে সেট হয়, তা হচ্ছে প্রশ্ন একজন সেট করেন, আরেকজন মডারেট করেন। এরপর কিন্তু পরীক্ষার্থীদের হাতে যাওয়ার আগ পর্যন্ত এটা আর কারও দেখার সুযোগ থাকে না।’
Collected from jagonews24