Facebook Youtube Twitter LinkedIn
...
রাজবাড়ীতে রেলের ওয়ার্কশপ নির্মাণে ফরাসি পরামর্শকের সঙ্গে চুক্তি

রাজবাড়ীতে রেলের কোচ ও ওয়াগন মেরামতে ওয়ার্কশপ নির্মাণের জন্য ফরাসি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবারের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রাজবাড়ীর ওয়ার্কশপ নির্মাণে কাজ করছে ফরাসি প্রতিষ্ঠান সিস্ট্রা। আগামী ১৬ মাসের মধ্যে তারা বিস্তারিত নকশাসহ সম্ভাব্যতা সমীক্ষা ও বিড ডকুমেন্ট প্রস্তুত করবে।
আজ বাংলাদেশ রেলওয়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ কুদরাত ই খুদা এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে সিস্ট্রার দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক হারি সোমালরাজু চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, আমাদের বহরের বিদ্যমান ও ভবিষ্যতে যে সব কোচ‌ ও ওয়াগন যুক্ত হবে সেগুলো এ কারখানায় মেরামত করতে পারব। পদ্মা সেতু রেল সংযোগের ফলে রাজবাড়ীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ স্থাপিত হবে। ফলে এখান থেকে কোচ ও ওয়াগন মেরামত করে সারাদেশে চালানো সম্ভব হবে।
আরো বলেন, প্রতিটি জেলায় রেল সংযোগ স্থাপিত হবে। ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে।
অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার দশটি প্রকল্পের মধ্যে দুটি রেলওয়েতে চলমান। দোহাজারী থেকে কক্সবাজার ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। ভারতের সঙ্গে আটটি ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে পাঁচটি চালু করা হয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং যাতায়াত সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে।
রেলপথের সক্ষম বৃদ্ধি প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, আমাদের দেশের ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য পর্যায়ক্রমে সব সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে রূপান্তর করার উদ্যোগ নিয়েছি। জয়দেবপুর থেকে ঈশ্বরদী, খুলনা থেকে দর্শনা, ঈশ্বরদী থেকে পার্বতীপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।
Collected from bonikbarta