Facebook Youtube Twitter LinkedIn
...
১২০ টাকায় সরকারি চাকরি

চাকরি যেখানে সোনার হরিণ। সেখানে মাত্র ১২০ টাকায় সরকারি চাকরি! তাও আবার পুলিশ বাহিনীতে। জীবনের এমন প্রাপ্তিতে দারুণভাবে উচ্ছ্বসিত একদল তরুণ-তরুণী। যাদের সবাই বাড়ি চাঁদপুরের বিভিন্ন স্থানে। এদের কারোর বাবা নেই, আবার কারোর বাবা দিনমজুর, রিকশাভ্যান চালক কিংবা রাজমিস্ত্রি। কোনো ধরনের তদবির এবং অনৈতিক চাপ ছাড়াই পুলিশ কনস্টেবল পদে এমন চাকরি। আর সব আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার (২৯ মার্চ) রাতেই পুলিশ বাহিনীতে চাকরির এ সুযোগ নিশ্চিত হলো।

চাঁদপুরে পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য ছয় হাজারের বেশি আবেদন জমা পড়ে। অথচ তার বিপরীতে শূন্য পদ ছিল মাত্র ৬৭টি। ঘোড়দৌড়ের মতো এমন কঠিন প্রতিযোগিতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরে আনন্দে কেঁদে ছিলেন সবেমাত্র চাকরি পাওয়া অনেকেই।


মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে মাত্র ১২০ টাকা খরচ করে সরকারি এমন চাকরি পেয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। এর আগে গত তিন সপ্তাহ ধরে শারীরিক যোগ্যতা, লিখিত পরীক্ষা আর কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে নানা ধরনের প্রক্রিয়া শেষ করতে হয় তাদের। সবশেষ অনুষ্ঠিত হয় মৌখিত পরীক্ষা। আর তাতেই বাজিমাত। ফলাফল ঘোষণা শেষে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাদের।
এদিকে স্বচ্ছ এবং জবাবদিহির নিশ্চিত পরিবেশ তৈরি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। যে কারণে পুলিশ বাহিনীতে এমন চাকরির সুযোগ।

জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, সব মিলিয়ে ছয় হাজারের বেশি তরুণ-তরুণী পুলিশ কনস্টেবল পদের জন্য আবেদন করেন। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ২ হাজর ১৯৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। সবশেষ যারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন। তাদের মধ্যে মৌখিক পরীক্ষায় সবচেয়ে ভালো করেছেন। সেই ৬৭ জনকে চূড়ান্তভাবে চাকরির প্রাথমিক ধাপ নিশ্চিত করা হয়েছে। যারা মাত্র ১২০ টাকা ব্যয় করেছেন এই চাকরির জন্য।
Collected from Somoynews