বাংলাদেশ ও গ্রিসের মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে সে দেশে বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক বা দক্ষ ব্যক্তির কর্মসংস্থান হবে। আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিকের (গ্রিস) মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক মন্ত্রিসভা ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে। এটি একটি গুড নিউজ। এ স্মারকের পরিপ্রেক্ষিতে বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক বা দক্ষ ব্যক্তি যেতে পারবেন এবং তারা ৫ বছরের জন্য একটি ওয়ার্ক পারমিট পাবেন। পারফরম্যান্স বা নিয়মানুযায়ী সেটা পরবর্তীতে যদি বাড়ানো হয়, তাহলে আরও থাকতে পারবেন।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যতদিন এ স্মারক থাকবে ততদিন বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি গ্রিসে অফিসিয়ালি যেতে পারবেন। আর প্রায় ১৪-১৫ হাজার, যারা আন-অথরাইজড ভিসায় রয়ে গেছেন, তারাও এর মাধ্যমে সেখানে বৈধতা পাবেন। এটি আমাদের জন্য খুবই ভালো একটি স্মারক।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
Collected from ajkalerkhobor