সংসদের গত অধিবেশনে উত্থাপিত সরকারি চাকরি (সংশোধন) বিল ২০২২ প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী সোমবার সংসদের কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি মোতাবেক বিলটি প্রত্যাহারের আবেদন করেন। পরে কণ্ঠভোটে এটি প্রত্যাহারের প্রস্তাব পাস হয়
এর আগে গত ২৯ আগস্ট জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিলটি সংসদে তোলেন। পরে তা সংসদীয় কমিটিতে পাঠনো হয়। তবে বিল প্রত্যাহারের কোনো কারণ সংসদে বলেননি প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, সরকারি চাকরি আইনের একাধিক ধারা নিয়ে বর্তমানে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।
এদিকে ঢাকা, খুলনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন বোর্ডগুলো রহিতকরণে সংসদে বিল তোলা হয়েছে সোমবার। আইনমন্ত্রী আনিসুল হক উন্নয়ন বোর্ড আইনসমূহ (রহিতকরণ) বিল ২০২২ উত্থাপন করলে তা আইনমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
এই রহিতকরণ বিল পাস হলে খুলনা বিভাগ উন্নয়ন বোর্ড, রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড, ঢাকা বিভাগ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বিভাগ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম জেলা উন্নয়ন বোর্ড, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট উন্নয়ন বোর্ড এবং উন্নয়ন বোর্ড লজ (রহিতকরণ) রহিত হবে।
Collected from bonikbarta