১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আড়াই বছরেরও বেশি সময় ধরে অপেক্ষায় আছেন ১২ লাখের বেশি প্রার্থী। চলতি বছরের শেষাংশে এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছিলো। এ বিষয়ক প্রস্তাবনাও পাঠানো হয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়ে। কিন্তু ক্লিয়ারেন্স মেলেনি। তাই এ বছর পরীক্ষার্থীদের অপেক্ষার প্রহর কাটছে না।
তবে, আগামী বছরের জানুয়ারিতে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংশ্লিষ্ট কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন, পরীক্ষার দুই মাস আগে তারিখ জানিয়ে দেয়া হবে।
জানা গেছে, আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের তারিখ নির্ধারণ করে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো। কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন তারিখ নির্ধারণ করতে বলা হয়েছে।
তবে এরই মধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ট্রাঙ্ক কিনে এনটিআরসিএ কার্যালয়ে সরবরাহ শুরু হয়েছে। আগামী ৮ নভেম্বর সিস্টেম এনালিস্ট নিয়োগের পরীক্ষার বিষয়ে সভা হবে।
জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, মন্ত্রণালয় সুবিধাজনক সময়ে পরীক্ষা আয়োজনের নির্দেশনা দেবেন। সে নির্দেশনাও এখনো আসেনি।
পরীক্ষা কবে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আগামী জানুয়ারি মাসেই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রার্থীরা পরীক্ষার তারিখ ঘোষণার দুই মাস আগে জানবেন। প্রায় দুই বছর ধরে প্রার্থীরা অপেক্ষায়। তাই তাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য কিছুটা সময় দেয়া হবে। মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে আমরা পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবো।
প্রসঙ্গত, ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে বছর ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা ভাইরাস সংক্রমণ রোধে উভয় পরীক্ষাই স্থগিত করা হয়। পরে আর নতুন তারিখ ঘোষণা হয়নি।
Collected from Dainikshiksha