ফাযিল পরীক্ষার ফলের ভিত্তিতে ৩৭৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে ৭৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৩০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। উচ্চতর শ্রেণিতে ভর্তি হলে আগামী ২ বছর বৃত্তি সুবিধাভোগ করবে ২০২০ খ্রিষ্টাব্দের ফাযিল পরীক্ষায় উত্তীর্ণ এসব শিক্ষার্থী। আর ৬ নভেম্বরের মধ্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বিষয়টি জানিয়ে ইতোমধ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হয়েছে।
জানা গেছে, মেধাবৃত্তিপ্রাপ্ত ৭৫ শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ১ হাজার ৫০ টাকা দেবে সরকার। আর বার্ষিক হারে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার ৮০০ টাকা করে দেয়া হবে।
অপরদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৩০০ শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৪৫০ টাকা হারে বৃত্তি দেয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের বার্ষিক ৯০০ টাকা দেয়া।
ইএফটির মাধ্যমে শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবেন। গেজেট প্রকাশের ৭ দিনের মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির প্রতিষ্ঠান ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে। বৃত্তির টাকা পেতে বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত অনলাইন ব্যাংকিং সুবিধা সম্পন্ন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে শিক্ষার্থীদের।
২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব খাতভুক্ত এ বৃত্তির টাকা চলতি অর্থবছরের বৃত্তি বা মেধাবৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে।
Collected from Dainikshiksha