Facebook Youtube Twitter LinkedIn
...
এসইআইপি প্রকল্পের উন্মুক্ত ঋণ বিতরণ

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আয়োজনে সম্প্রতি উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম ও উন্মুক্ত ঋণ বিতরণ শীর্ষক একটি কনফারেন্স মিরপুরের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এসইআইপি প্রকল্পের নির্বাহী পরিচালক মো. এখলাছুর রহমান। আরো উপস্থিত ছিলেন প্রকল্পের কর্মকর্তারা, তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা, বিভিন্ন অংশীজন ও উদ্যোক্তারা। কনফারেন্সে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জাকের হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন। বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি হিসেবে সোনালী ব্যাংকের এমডি ও সিইও আফজাল করিম, ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং আইএফআইসি ব্যাংকের এমডি ও সিইও শাহ্ এ সারওয়ার বক্তব্য দেন। বিভিন্ন ব্যাংকের অধীনে প্রশিক্ষণ কোর্স করা উদ্যোক্তাদের মধ্য থেকে ৮৮ জনের হাতে গভর্নর মহোদয় কর্তৃক প্রতীকী চেক তুলে দেয়ার মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। —বিজ্ঞপ্তি

collected from bonikbarta