কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়ার রাজস্ব খাতের (স্থায়ী ও অস্থায়ী) একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানের ১১ ক্যাটাগরিতে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী ইনস্ট্রাক্টর
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিজ্ঞানে ন্যূনতম এক বছরের ডিপ্লোমা।
বেতন: মাসিক বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।
পদের নাম: সহকারী প্রশিক্ষক (কম্পিউটার)
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস, গণিত, পরিসংখ্যান বা কম্পিউটার সায়েন্স বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রোগ্রামিং ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন: মাসিক বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।
পদের নাম: সহকারী প্রশিক্ষক (গবেষণা)
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: মাসিক বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।
পদের নাম: সহকারী প্রশিক্ষক (ইংরেজি)
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ।
বেতন: মাসিক বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন: মাসিক বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)।
যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: বগুড়া ও দিনাজপুর।
পদের নাম: আর্টিস্ট কাম ক্যামেরাম্যান
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত ফটোগ্রাফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্তসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ।
বেতন: মাসিক বেতন ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৫)।
পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)।
যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: সিরাজগঞ্জ
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পাস। হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে, তবে ভারী যানবাহন চালানোর অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: মাসিক বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা (গ্রেড-১৮)
পদের নাম: ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা (গ্রেড-১৮)।
পদের নাম: কুক কাম বেয়ারার
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পাস। রান্না ও পরিবেশনের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)।
যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: কুড়িগ্রাম
পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পাস।
বেতন: মাসিক বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)।
যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: বগুড়া ও দিনাজপুর
বয়সসীমা
সাধারণ প্রার্থীদের বয়স ২০২২ সালের ১ নভেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। এ ছাড়া ২০২০ সালের ২৫ মার্চে যাঁদের বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকবে তাঁরাও আবেদন করার সুযোগ পাবেন।
Collected from Rtvonline