Facebook Youtube Twitter LinkedIn
...
‘তথ্য ও প্রযুক্তির উন্নয়ন নতুন পরিবর্তন এনেছে’

শনিবার (২২ অক্টোবর) সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত বিজ্ঞান অনুষদের আয়োজনে তিনদিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিজ্ঞানের অপার উন্নয়নে গত শতাব্দীতে খুব দ্রুত বিশ্বের পরিবর্তন ঘটেছে; যা পরিবহন, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে। এসব উন্নতির ফলে নতুন পৃথিবীর যাত্রা শুরু হয়েছে। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে বিভিন্ন দেশ নতুন নতুন উদ্ভাবন ব্যবহার করছে। বিজ্ঞানের জায়গাতে বর্তমানে বাংলাদেশের গবেষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্মেলনে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, বিশেষ অতিথি শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সম্মেলনের আহবায়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান বক্তব্য রাখেন।
সম্মেলন সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান গবেষণাকে আরও সমৃদ্ধ করতে তিন দিনব্যাপী এ সম্মেলনে ২৪১টি পেপার উপস্থাপিত হয়। এ সম্মেলনে জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জার্মানিসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করেন।
Collected from somoynews