শুক্রবার (২৮ অক্টোবর) অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
একইসঙ্গে আদালত এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের আবেদনে ‘চাকরি প্রার্থীদের বয়সসীমা কেন ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করা হবে না’ তা জানতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর রুল জারি করেছেন।
এর আগে চলতি বছরের ১০ মে সহকারী পরিচালক (জেনারেল) পদে ২২৫ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। পর গত ১৫ জুন পর্যন্ত এই পদে আবেদনের জন্য সময় পান চাকরিপ্রার্থীরা। পরে ১৫ সেপ্টেম্বর সহকারী পরিচালক (জেনারেল) পদে প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) তারিখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বলা হয়, সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Colleted from Rtvonline